সেমিফাইনালে হারের পর রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ মরক্কোর
বিশ্বকাপের সেমিফাইনালের ফ্রান্সের কাছে হারার পর রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে মরক্কো ফুটবল দল।
মরক্কোর অভিযোগ, খেলার প্রথমার্ধে সোফানি বৌফালকে ফাউল করেন ফ্রান্সের থিয়ো হের্নান্দেস। কিন্তু রেফারি সিজার রামোস উলটো বৌফালকেই হলুদ কার্ড দেখান।
খেলার দ্বিতীয়ার্ধেও সেলিম আমাল্লাকে বক্সের মধ্যে ফাউল করা হয়েছিল বলে মরক্কোর অভিযোগ। কিন্তু দুটো ক্ষেত্রেই রেফারির সিদ্ধান্ত গিয়েছে ফ্রান্সের পক্ষে।
মরক্কোর ফুটবল দল এক বিবৃতিতে জানিয়েছে, 'মরক্কান ফুটবল ফেডারেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফারিং সিদ্ধান্ত পুনর্বিশ্লেষণের আবেদন করেছে। ম্যাচে দুটি পেনাল্টির সিদ্ধান্ত মরক্কোর বিরুদ্ধে গেছে। শুধু রেফারি নয়, ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিও এসব ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি, যা মরক্কো দলকে হতভম্ব করে দিয়েছে। সেমিফাইনালে এই ধরনের রেফারিংয়ে আমরা হতাশ। ফিফাকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।'