এমবাপ্পে না মেসি: কাকে তাড়া করছে গোল্ডেন বলের অভিশাপ?
প্রায় অন্তিম লগ্নে পৌঁছেছে কাতার বিশ্বকাপ ২০২২। এবারের আসরে অন্য এক মেসিকে দেখছে ফুটবল বিশ্ব। আর অন্যদিকে দাপুটে এমবাপ্পে বরাবরের মতোই ভালো পারফরম্যান্স দিয়ে যাচ্ছেন এবারেও।
আজ ফাইনাল ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে মহামূল্যবান ট্রফি কার হাতে উঠবে, আর কাকে অশ্রুসজল নয়নে বিদায় নিতে হবে মরুর দেশ থেকে। তবে কেবল বিশ্বকাপ ট্রফি কিংবা গোল্ডেন বুট নয়, গোল্ডেন বল নিয়েও চলছে নানা সমীকরণ। ফুটবলপ্রেমীরা হিসাব কষছেন, কার হতে পারে সেরা খেলোয়াড়ের এই সম্মান।
এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বল পাওয়ার দৌড়েও কেউ কারও চেয়ে কম নয়। দুজনেই ভালো খেলছেন এবার। সেই সঙ্গে আছে ফ্রান্সের আরেক খেলোয়াড় অ্যান্তোনি গ্রিজম্যানের নামও।
পুরো টুর্নামেন্টে যে ফুটবলার সবচেয়ে বেশি ভালো খেলবেন তার হাতেই উঠবে এই সোনালী বল। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে দেখা গেছে, বিজয়ী দল অর্থাৎ বিশ্ব চ্যাম্পিয়নদের গোল্ডেন বল জোটেনি। বরাবরই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রানার্সআপ কিংবা অন্য দলের কেউ। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।
লুসাইল স্টেডিয়ামের আজকের ম্যাচে বিজয়ী দল নিশ্চয় চাইবে গোল্ডেন বলের এই খরা কাটিয়ে উঠবে, যা চলে আসছে ১৯৯৮ সালে অনুষ্ঠিত ফ্রান্স বিশ্বকাপ থেকে।
ফ্রান্স বিশ্বকাপ ১৯৯৮ - রোনালদো
ফ্রাইনাল ম্যাচে ফ্রান্সের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ার পরেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ব্রাজিলের রোনালদো। সেবছর সাতটি ম্যাচে আটটি গোল করেন তিনি, যা ছিল এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোল। আর যৌথভাবে প্রথম স্থানে ছিলেন ফোন্টেইন এবং গার্ড মুলার।
দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপ ২০০২ - অলিভার কান
২০০২ সালের ফুটবল বিশ্বকাপ বিতর্কের জন্ম দিয়েছিল। পুরো টুর্নামেন্টে দারুণ কয়েকটি সেভ দেওয়ায় গোল্ডেন বল জেতেন অলিভার কান। কিন্তু ফাইনাল ম্যাচে ব্রাজিলের রোনালদোই সবাইকে মুগ্ধ করতে পেরেছিলেন।
জার্মানি বিশ্বকাপ ২০০৬ - জিনেদিন জিদান
২০০৬ সালের এই আসরে জিনেদিন জিদানের হাতে গোল্ডেন বল ওঠায়, এই নিয়ে টানা তিনবার প্রথম রানার্সআপ দলের কোনো খেলোয়াড়ের কাছে এই বল উঠেছিল। সেবছর ইতালির কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে শোচনীয়ভাবে হারে ফ্রান্স। রানার্সআপ দলের হয়েও ২০০৬ বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছেন ফ্রান্সের ফুটবলার জিনেদিন জিদান।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ২০১০ - দিয়েগো ফরলান
চ্যাম্পিয়নদের গোল্ডেন বুটের এই খরা ২০১০-এ এসেও অব্যাহত রয়ে যায়। তবে এ বছরটা একটু ব্যতিক্রম ছিল। কারণ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ কেউই গোল্ডেন বল জেতেনি। টুর্নামেন্টটির সেরা খেলোয়াড় খেতাব জিতে নেন চতুর্থ স্থান অধিকারী উরুগুয়ের দিয়েগো ফরলান। এ আসরে পাঁচটি গুরুত্বপূর্ণ গোল করেছিলেন তিনি।
ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ - লিওনেল মেসি
এখনো পর্যন্ত বোধহয় এটিই ছিল মেসির ক্যারিয়ারে সবচেয়ে করুণ পরাজয়। ২০১৪ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলেছিলেন মেসি। কাপ নেওয়ার দ্বারপ্রান্তে থেকেও বিশ্বকাপ ট্রফি ছিটকে যায় ফুটবলের এই জাদুকরের হাত থেকে। ১-০ গোলে জার্মানি চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। তবে টুর্নামেন্টের সবচেয়ে ভালো ফুটবলার হিসেবে গোল্ডেন বল জেতেন মেসি।
রাশিয়া বিশ্বকাপ ২০১৮ - লুকা মদ্রিচ
এমবাপ্পে, পোগবা, গ্রিজম্যান - সবাই দুর্দান্ত খেলেছিলেন এ আসরে। কাপও উঠেছিল ফ্রান্সের ঘরেই। কিন্তু পুরো টুর্নামেন্টে অভূতপূর্বভাবে ভালো খেলায় গোল্ডেন বল যায় ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের কাছে।