আর্জেন্টিনা-ফ্রান্স মহারণের আগে সমাপনীতে বিশ্বকে কাতারের অভিবাদন
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের উপহার দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলো কাতার। এবার বিশ্বকাপের ফাইনালের আগে পর্দা নামল আরেকটি দুর্দান্ত অনুষ্ঠানের মাধ্যমে। কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে এই সমাপনী অনুষ্ঠানটি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি হলিউড তারকা মরগান ফ্রিম্যানকেও হাজির করেছিল কাতার বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। সমাপনী অনুষ্ঠানে অবশ্য তেমন কোনো চমক না দেখা গেলেও দর্শকদের আগ্রহের কমতি ছিলো না।
অনুষ্ঠানের শুরুতেই নিজেদের ঐতিহ্যে-সংস্কৃতির কথা সারা বিশ্বকে আরেকবার মনে করিয়ে দেয়া হয়, আরবি ভাষায় যা গল্প আকারে বলে যান কাতারের বাচনশিল্পীরা। এরপর কাতারের স্থানীয় শিল্পীরা বেশ কয়েকটি গান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ান শিল্পী জাংকুকের গাওয়া 'ড্রিমার'র অংশবিশেষও গাওয়া হয়। যদি জাংকুক নিজে উপস্থিত ছিলেন না। এরপর এবারের বিশ্বকাপের থিম সং 'হাইয়া হাইয়া' নিয়ে মঞ্চে আসেন কাতারি শিল্পীরা।
এই গানের পর কাতার বিশ্বকাপ আয়োজন নিয়ে বানানো একটি গান পরিবেশন করা হয়, যেখানে কাতার এই বিশ্বকাপ আয়োজন করে বিশ্বকে দেখিয়ে দিয়েছে, এমন কিছু কথা বলা হয়। সেইসাথে বিশ্বকাপ দেখতে আসা সকল দর্শককে ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানানো হয়।
গানের তালে তালে নাচতে দেখা যায় গ্যালারিতে উপস্থিত আর্জেন্টিনা এবং ফ্রান্স ভক্তদের। এই গানের মাধ্যমেই সমাপ্তি ঘটে কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের।