ডিমকে ছাড়িয়ে মেসির ছবি এখন ইন্সটাগ্রামের সর্বাধিক লাইক পাওয়া পোস্ট
কেবল মাঠে নয়, মেসি রেকর্ড ভাঙছেন সামাজিক যোগাযোগের দুনিয়াতেও।
ফুটবল জাদুকর মেসির ভক্তের সংখ্যার কমতি ছিল না কখনোই। বিশ্বকাপ হাতে পাওয়ার পর তার জনপ্রিয়তা আরও বেশি বেড়ে চলেছে। প্রমাণ মিলবে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে।
প্ল্যাটফর্মটিতে মেসির অনুসারীর সংখ্যা এখন ৪০৩ মিলিয়নের বেশি। সেখানে বিশ্বকাপ জয়ের পর সতীর্থ, পরিবার ও আর্জেন্টিনার ভক্তদের উদ্দেশ্য করে হৃদয়স্পর্শী এক পোস্ট লিখেছেন লিওনেল মেসি। সেই পোস্টে আরও ছিল তার ট্রফি উঁচিয়ে ধরার একটি ছবি।
ফুটবলের জীবন্ত কিংবদন্তীর এই পোস্ট একদিনের মাথায় বনে যায় ইনস্টাগ্রামে কোনো ক্রীড়াবিদের সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবি। এর আগে এ রেকর্ডটি ছিল বিশ্ব ফুটবলের আরেক তারকা খেলোয়াড় পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই পোস্টটিতেও ছিল মেসির উপস্থিতি।
এ রেকর্ড ভেঙেই ক্ষান্ত হয়নি বিশ্ববাসীর কাছে মেসির ক্রমবর্ধনশীল জনপ্রিয়তা। তার এই পোস্ট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটির সর্বাধিক লাইক পাওয়া পোস্ট।
অবিশ্বাস্য হলেও সত্যি, এর আগে ইন্সটাগ্রামে সর্বাধিক লাইক পাওয়া পোস্ট ছিল একটি ডিমের। ওয়ার্ল্ড রেকর্ড এগ নামে একটি ভেরিফাইড ইন্সটাগ্রাম প্রোফাইলের পোস্টের সংখ্যা কেবল এক, যে পোস্টে আছে একটি ডিমের ছবি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ডিমের পোস্টটির লাইকের সংখ্যা ৫৬ মিলিয়নের বেশি। আর অন্যদিকে এই রেকর্ডকে পেছনে ফেলে মেসির পোস্টে লাইকের সংখ্যা ৬০ মিলিয়ন ছুঁই ছুঁই এবং এ সংখ্যা এখনও ক্রমবর্ধমান।
মেসি আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ বিশ্বকাপ। আর শেষ দানে মাত করেছেন তিনি, বিশ্বকাপ নিয়েই বীরের বেশে বিদায় নিলেন তিনি।
মেসি তার এই পোস্টে স্প্যানিশ ভাষায় লিখেন, 'বিশ্ব চ্যাম্পিয়ন!!!!!!! এর স্বপ্ন আমি অসংখ্যবার দেখেছি। আমি এটাকে এতটাই চেয়েছি যে… আমার এখনো বিশ্বাস হচ্ছে না......"
'আমার পরিবার, যারা আমাকে সমর্থন করেন, যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন; আপনাদের সবাইকে ধন্যবাদ।… আমরা পেরেছি!!! এগিয়ে যাও আর্জেন্টিনা!!!!! সবার সঙ্গে আবার শীঘ্রই দেখা হবে,' লিখেন মেসি।