ফ্রান্স-ইতালির গোল উৎসব
উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ম্যাচ খেলার আগে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল বেশ কয়েকটি দল। এই প্রীতি ম্যাচে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও ইতালি। জার্মানি তিনটি গোল করেও জয়ের মুখে দেখেনি।
ঘরের মাঠে ইউক্রেনকে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। আন্দ্রে শেভচেঙ্কোর দলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ফরাসিরা। দুটি গোল করে শততম ম্যাচ রাঙিয়েছেন অলিভার জিরুড। এ ছাড়া একটি করে গোল করেছেন এডওয়ার্ডো কামাভিঙ্গা, ভিটালি মাইকোলেনকো, কোরেন্টিন টোরেসো, কিলয়ান এমবাপ্পে ও অঁতোয়ান গ্রিজম্যান।
গোল উৎসব করেছে ইতালিও। মলডোভাকে ৬-০ গোলে হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি গোল করেছেন স্টেফান আল সারাওয়ে। এ ছাড়া একটি করে গোলের দেখা পান ব্রায়ান ক্রিসতান্তে, ফ্রান্সেসকো কাপুতো ও ডমেনিকো বেরার্দি।
তুরস্কর জালে তিনবার বল পাঠিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জার্মানি। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। ফিরেই সমতা আনে তুরস্ক। এরপর এগিয়ে যাওয়া, পিছিয়ে পড়ার খেলা চলেছে। একটি করে গোল দিয়েছে জার্মানি আর কিছুক্ষণ পর সেটা শোধ করেছে তুরস্ক। যোগ করা সময়ে গোল করে জার্মানির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে তুরস্ক।
বুধবারে রাতে মাঠে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল পর্তুগালও। স্পেনের মুখোমুখি হয়েছিল পর্তুগিজরা। এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। অসংখ্য সুযোগ তৈরি করেও গোলের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল। দুই দলই অনেক সুযোগ নষ্ট করেছে।
অন্যান্য ম্যাচে অস্ট্রিয়া ২-১ গোলে হারিয়েছে গ্রিসকে। নেদারল্যান্ডসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে মেক্সিকো। কামিল গ্রোসিস্কির হ্যাটট্রিকে ফিনল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বরার্ট লেভানডোভস্কির দেশ পোল্যান্ড। সান মারিনোকে ৪-০ গোলে হারিয়েছে স্লোভেনিয়া। এ ছাড়া সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়া।