বঙ্গবন্ধুর জন্মদিনে আবাহনীর ট্রিবিউট
করোনা ভাইরাস সতর্কতায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সব খেলাধুলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে সরকার। সরকারের নির্দেশনা পেয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও আপাতত প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করার কথা জানিয়েছে বিসিবি।
খেলা বন্ধ হলেও মঙ্গলবার মিরপুরে অনুশীলন করেছে প্রিমিয়ার লিগের শিরোপা প্রত্যাশী দল আবাহনী লিমিটেড। এদিন অনুশীলনের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেছে ঐতিহ্যবাহী দলটি। বঙ্গবন্ধুর শততম জন্মদিন কেক কেটে উদযাপন করেছে দারুণ জয়ে লিগ শুরু করা আবাহনী লিমিটেড।
আবাহনী লিমিটেডকে বলা হয় শেখ কামালের ক্লাব। বঙ্গবন্ধুপুত্র শেখ কামাল এই ক্লাবটির প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধুর শততম জন্মদিনে এই ব্যাপারটি আবারও মনে করিয়ে দিয়েছেন ক্লাবটির কোচের দায়িত্বে থাকা বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
খালেদ মাহমুদ বলেন, 'এটাকে শেখ কামালের ক্লাব বলা হয়। উনিই এটার প্রতিষ্ঠাতা। এর সাথে উনার বাবা বঙ্গবন্ধুর নাম জড়িত। শুধু আবাহনী না, পুরো বাংলাদেশের সঙ্গেই জাতির পিতার নাম জড়িত। স্বাধীনতার ক্ষেত্রে ওনার অবদান কী অপরিসীম, এটা তো আমরা সবাই জানি।'
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেট কাটার পরিকল্পনা আগেই করেছিল আবাহনী। সেই অনুযায়ী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়, কর্মকর্তাদের নিয়ে কেট কাটে আবাহনী। খালেদ মাহমুদ বলেন, 'আজ ওনার শততম জন্মদিন। আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাকে ট্রিবিউট। এটুকুই আমরা করতে চেয়েছিলাম।'
কেট কাটার সময় উপস্থিত ছিলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, আরাফাত সানি, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম শেখসহ দলটির অন্যান্য খেলোয়াড়রা।