১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি আবাহনী-মোহামেডান
চলমান ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আবাহনী। প্রথম সেমি-ফাইনালে ফেভারিট বসুন্ধরা কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মোহামেডান। এবার আবাহনীর জয়ে ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দীর লড়াই নিশ্চিত হলো।
২০০৯ সালে সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী ও মোহামেডান। ১৪ বছর পর আবারো শিরোপার লড়াইয়ে নামবে আকাশী নীল এবং সাদাকালোরা।
আবাহনী লিমিটেড ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন। গতবার তারা ফাইনালে রহমতগঞ্জকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। অন্যদিকে মোহামেডান সর্বশেষ ফেডারেশন কাপের ফাইনালে খেলেছে ২০০৯ সালে। সেটিই ছিল এই টুর্নামেন্টের ফাইনালে দুই দলের সর্বশেষ দেখা। সে হিসাবে ১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হতে দেখা যাবে আবাহনী-মোহামেডানকে।
ঘরোয়া ফুটবলের কোনো ফাইনালে দুই দল সর্বশেষ খেলেছে ২০১১ সালের ৬ আগস্ট। কোটি টাকার সুপার কাপের ফাইনালে মোহামেডানকে সেবার হারায় আবাহনী। ঘরোয়া অন্য টুর্নামেন্ট স্বাধীনতা কাপে আবাহনী-মোহামেডান ফাইনাল হয়েছে ১৯৯১ সালে। এই টুর্নামেন্টে অবশ্য ২০১৪ সালে মোহামেডান সর্বশেষ ফাইনালে খেলে চ্যাম্পিয়নও হয়েছে। সেটিই ঘরোয়া ফুটবলে মোহামেডানের সর্বশেষ কোনো শিরোপা।
দীর্ঘ সাফল্য খরা ঘোচাতে এবার মরিয়া মোহামেডান, মরিয়া আবাহনীও। চলতি মৌসুমে স্বাধীনতা কাপ হাতছাড়া হয়েছে আবাহনীর। সেখানে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগেও আবাহনীর চ্যাম্পিয়ন হওয়ার আশা কার্যত শেষ।
আবাহনীর হাতে আছে শুধু ফেডারেশন কাপ। আর এই টুর্নামেন্টের ফাইনালে উঠতে সেমি-ফাইনালে আবাহনী এত সহজে জিতবে, নিজেরাও হয়তো ভাবেনি। বড় বাজেটের দল গড়েও ব্যর্থ হয়েছে শেখ রাসেল ।