বাতিল হয়ে যাবে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর!
জুন আসতে এখনও দুই মাস। কিন্তু এখনই জুনের হিসাব করতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টেম পেইন। করোনাভাইরাসের কারণে জুনেও ক্রিকেট খেলা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। তার ধারণা, করোনাভাইরাসে সৃষ্ঠ অবস্থার কারণে জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটি না হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিশ্বের সব ক্রিকেট বন্ধ হয়ে গেছে। একে একে স্থগিত হয়ে গেছে আন্তর্জাতিক সব সিরিজ। ঘরোয়া ক্রিকেট চলছে তেমনও নয়। করোনা বিস্তার রোধে প্রতিটি দেশই সব ধরনের ক্রিকেট স্থগিত রেখেছে। এই অবস্থা যে সহসাই কাটছে না, আর সবার মতো সেটা বুঝতে পারছেন পেইনও।
টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মাঠে নামতে মুখিয়ে থাকলেও এই অবস্থায় স্বাস্থ্যগত নিরাপত্তার দিকেই বেশি নজর পেইনের। অজি অধিনায়ক বলেছেন, 'সব ক্রিকেটারই এটা (টেস্ট চ্যাম্পিয়নশিপ) যে কোনোভাবে শেষ করতে চাইবে। শেষ না হলে বুঝতে এখানে আরও বড় বিষয় আছে। কিছু টেস্ট ম্যাচ মিস হয়ে গেলে সেটা আমাদের খুব বেশি ভোগাবে না হয়তো।'
তাদের বাংলাদেশ সফরটি বাতিল হবে নাকি স্থগিত হবে, সেটা নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন না পেইন। তবে সফরটি যে হচ্ছে না, সেটা স্পষ্ট দেখতে পারছেন তিনি। পেইন বলেন, 'এটা বোঝার জন্য আইনস্টাইন হতে হয় না যে সফরটি হচ্ছে না। অন্তত জুনে এটা হচ্ছে না। তবে এটা নিশ্চিত নয় যে সিরিজটি বাতিল হবে নাকি স্থগিত হবে।'
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়ার। সফরটির সূচিও চূড়ান্ত হয়ে আছে। সফরটি হলে জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে অজিরা। দুই-একদিন বিশ্রামের পর চারদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
১১ জুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ১৯ জুন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের দুটি সফর স্থগিত হয়ে গেছে। তৃতীয় দফায় এপ্রিলে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও সফরটি অনেক আগেই স্থগিত করা হয়েছে। এরপর আয়ারল্যান্ড সফরটি স্থগিত হয়। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের খেলাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত আছে।