বিপিএলে ডু প্লেসিকে নিজের দলে চান তামিম
পুরো বিশ্বই কঠিন সময় পার করছে। করোনাভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে সবাই। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তাররোধে ঘরবন্দি হয়ে থাকা ছাড়া উপায় নেই। অন্য সব জায়গার মতো খেলাধুলাতেও এর প্রভাব পড়েছে। বৈশ্বিক সব ধরনের খেলাই বন্ধ আছে।
এমন সময়ে কিছুটা বিনোদন যোগাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিত আড্ডা আয়োজন করছেন তামিম ইকবাল। ক্রিকেটের অন্যান্য তারকাদের নিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিয়মিত আড্ডা দিচ্ছেন।
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজার পর সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার সুমনের আড্ডায় মেতেছিলেন তামিম। আর বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসির সঙ্গে আড্ডা দিলেন দেশসেরা ওপেনার।
আড্ডার এক ফাঁকে ডু প্লেসিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার আমন্ত্রণ জানান তামিম। সেটাও নিজের দলে। বিশ্বের প্রায় সব লিগেই খেলেছেন ডু প্লেসি। কিন্তু এখনও বিপিএলে খেলা হয়নি প্রোটিয়া এই ক্রিকেটারের।
ডু প্লেসিকে তামিম প্রশ্ন করেন বিপিএল দেখা হয় কিনা। জবাবে ডু প্লেসি বলেন, 'দক্ষিণ আফ্রিকায় বিপিএল লাইভ দেখা যায় না। তবে ক্রিকইনফোতে অনুসরণ করেছি, পরিচিত ক্রিকেটাররা কেমন করছে। টিভিতে সরাসরি দেখা হয়নি।'
এরপর বিপিএল নিয়ে কিছু তথ্য দিয়ে ডু প্লেসিকে নিজের দলে খেলার আমন্ত্রণ জানান তামিম। তিনি বলেন, 'বিপিএল দারুণ একটি টুর্নামেন্ট, দুর্দান্ত আবহ থাকে। তোমাকে কথা দিতে হবে, এবার তুমি বিপিএল খেলতে আসবে এবং অবশ্যই আমার দলে খেলবে। এটা খুবই ভালো টুর্নামেন্ট, তুমি উপভোগ করবে।'
তামিমের এমন আমন্ত্রণে না করতে পারেননি ডু প্লেসি। প্রোটিয়া এই ব্যাটসম্যান বলেন, 'আমি তোমাকে আগেই বলেছি যে, আমি বিপিএল অবশ্যই খেলতে আসছি। এ নিয়ে বিস্তারিত আলাপ করার এটাই উপযুক্ত জায়গা এটি কিনা, সেটা নিশ্চিত নই। তবে অবশ্যই বিপিএল খেলতে ভালো লাগবে আমার।'