বিসিসিআই সভাপতি হয়েই সৌরভ জানালেন বাংলাদেশের সফর নিয়ে আশাবাদের কথা
ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বুধবার ভারতীয় ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাশালী বডি ‘বোর্ড ফর কন্ট্রোল অব ক্রিকেট ইন ইন্ডিয়া’ (বিসিসিআই)-এর প্রধান নির্বাচিত হবার পরপরই নানা বিষয়ে কথা বলেন তিনি। এর মধ্যে রয়েছে বাংলাদেশ দলের ভারত সফর থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেট-- সব কিছুই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসতে যাচ্ছেন ‘বাংলার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়, এ কথা আগেই জানা গিয়েছিল। সোমবার ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।রোববার নিজের মনোনয়নপত্র জমা দেবার সিদ্ধান্ত নেন সৌরভ। সভাপতি নির্বাচন আর অনুষ্ঠিত হয়নি, সর্বসম্মতিক্রমেই সৌরভের নাম বিবেচিত হয়েছে।
এর ফলে ৪৭ বছরের সৌরভকে তার বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর সভাপতির পদ ছাড়তে হল।
আগামী মাসে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন তিনি কোলকাতা টেস্টে থাকবেন। যদি তিনি অনুমতি দিয়ে দেন তবে জাতীয় দল কি না এসে পারবে?’
মঙ্গলবার সকালেও কোলকাতায় সৌরভকে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটি অভ্যন্তরীণ বিষয়, তারা সমাধান খুঁজে নেবেন।’
বাংলাদেশের সফর হওয়া নিয়ে সৌূরভ বরাবরই শুধু নিশ্চিত ছিলেন না, ২২ নভেম্বর কোলকাতার ইডেন গার্ডেনে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ভারত ও বাংলাদেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন।
এ নিয়ে তিনি মঙ্গলবার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী যোগ দিতে যাচ্ছেন। আমরা এখনও ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাইনি, তবে তাঁকে জানাব। প্রথম দিনের জন্য আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও আমন্ত্রণ করছি। তাঁর সঙ্গে আমি দেখা করব।’
বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল ২০০০ সালে ভারতের বিপক্ষেই। সেই ঢাকা টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া সৌরভ এবার কোলকাতা টেস্টকে আরও স্মরণীয় করে রাখতে চাইছেন। কোলকাতায় বাংলাদেশ দল এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে।
সৌরভ জানান, বাংলাদেশের প্রথম টেস্ট-খেলুড়ে ক্রিকেটারদের তাঁরা আমন্ত্রণ করা হবে। তৎকালীন ভারতীয় দলের খেলায়াড়রাও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। খেলা শেষ হলে সবাইকে সংবর্ধনা দেওয়া হবে।
আর যদি দুই প্রধানমন্ত্রী একসঙ্গে সময় দিতে পারেন, তবে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর ঘোষণা দেবার জন্য দুজনকে অনুরোধ জানাবেন সৌরভ।