ভারত সফরে যাচ্ছেন না তামিম, বিকল্প ইমরুল!
ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী মাসের ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
নভেম্বরে আবারও বাবা হতে যাচ্ছেন তামিম। এ সময় স্ত্রী আয়েশা সিদ্দিকার পাশে থাকতে কয়েক সপ্তাহ ব্যাংকক থাকবেন দেশ সেরা এ ওপেনার।
তামিমের বিকল্প হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা না করলেও ইমরুল কায়েসই সেই বিকল্প বলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে।
নভেম্বরে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টোয়েন্টির মাধ্যমে সফর শুরু করবে টাইগাররা। পরবর্তীতে ৭ নভেম্বর রাজকোটে দ্বিতীয় এবং ১০ নভেম্বর নাগপুরে শেষ টি-টোয়েন্টি খেলবে তারা।
অপরদিকে, ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচটি মধ্য প্রদেশের ইন্দুরে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট মাচটি ২২ নভেম্বর থেকে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ইংল্যান্ড বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও ভালো করতে ব্যর্থ হওয়ায় নিজেকে ফিরে পেতে বেশ কিছু সময় খেলা থেকে বিরত ছিলেন তামিম। মাঝে দেশের মাটিতে আফগানিস্তানের সাথে টেস্ট ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও খেলননি তিনি।