মহামারিকালে আইপিএল নিয়ে যেসব সিদ্ধান্ত
আইপিএল নিয়ে এখনও কোনও সুনির্দিষ্ট নির্দেশিকা তৈরি করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্রুতই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকের পর গর্ভনিং কাউন্সিল আলাদাভাবে আলোচনা করবে করোনা পরিস্থিতিতে আইপিএল চলাকালীন কী করা যাবে, আর কী করা যাবে না, তা নিয়ে। বৈঠকের পরই সে বিষয়ে ঘোষণা দেবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
তবে রোববার আইপিএল এর গর্ভনিং কাউন্সিলে টুর্নামেন্টে দলের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যাসহ কয়েকটি বিষয় চূড়ান্ত হয় বলে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ড্রেসিংরুমে ভিড় এড়াতে গভর্নিং কাউন্সিল এবার প্রতিটা স্কোয়াডে ক্রিকেটার সংখ্যা নির্দিষ্ট করে দিতে চেয়েছিল শুরু থেকেই। তবে প্রাথমিকভাবে যে সংখ্যা তারা বেঁধে দেওয়ার কথা ভেবেছিল, তা শেষমেশ সম্ভব হয়নি ফ্র্যাঞ্চাইজিদের চাপেই। গভর্নিং কাউন্সিল চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিরা দলে ২০ জন করে ক্রিকেটার নিয়ে দুবাই যাক। তবে ফ্র্যাঞ্চাইজিরা আইপিএলের জন্য ২৫-২৮ জনের স্কোয়াডেই জেদ ধরে বসেছিল। পরে ঠিক হয় দলগুলি সর্বোচ্চ ২৪ জন ক্রিকেটার রাখতে পারবে স্কোয়াডে।
প্রতিবেদনে আরও বলা হয়, অর্ধেক ফ্র্যাঞ্চাইজির এতে অসুবিধা হওয়ার কথা নয়। কেননা, এখনও পর্যন্ত চারটি ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে ২৪ বা তারও কম ক্রিকেটার রয়েছে। রাজস্থান, হায়দরাবাদ, মুম্বাই ও পাঞ্জাবের স্কোয়াডে ২৫ জন করে ক্রিকেটার থাকলেও করোনা মহামারির জন্য সকলকে দলে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। সেক্ষেত্রে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলিরও এই শর্ত মেনে নিতে বিশেষ অসুবিধা হবে না।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়, তা হল-
- আইপিএল ২০২০ শুরু হবে ১৯ সেপ্টেম্বর ও ফাইনাল ম্যাচ হবে ১০ নভেম্বর।
- ৫৩ দিনের টুর্নামেন্টে ১০টি ডাবল হেডার ম্যাচ রাখা হয়েছে।
- ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ডাবল হেডারের ক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে ৩টা ৩০ মিনিটে।
- প্রতিটা দল স্কোয়াডে সর্বাধিক ২৪ জন ক্রিকেটার রাখতে পারবে।
- আন্তর্জাতিক ম্যাচের মতো প্রয়োজনে নেওয়া যাবে কোভিড-১৯ পরিবর্তন।
- ১ থেকে ১০ নভেম্বর আইপিএলের প্লে-অফ উইকে অনুষ্ঠিত হবে মেয়েদের আইপিএল বা চ্যালেঞ্জার সিরিজ। তিনটি দলের মোট চারটি ম্যাচ খেলা হবে মেয়েদের আইপিএলে।
- টাইটেল স্পনসর ভিভো-সহ সমস্ত চীনা স্পনসরদের সঙ্গে চুক্তি বজায় রাখা হয়েছে।