মেজাজ হারিয়ে আফিফের দিকে শাহিনের গোলা
বাংলাদেশ-পাকিস্তান চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এক চরম অক্রিকেটীয় ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। মেজাজ হারিয়ে অহেতুক বাংলাদেশি ব্যাটার আফিফ হোসেনের দিকে বল ছুড়ে মারলেন শাহিন শাহ আফ্রিদি। ভাগ্য সহায় না হলে বড় ধরনের ইনজুরিতেও পড়তে পারতেন আফিফ।
ঘটনার সূত্রপাত ম্যাচের তৃতীয় ওভারে। দুই ওপেনার বিদায় নেওয়ার পর সবে ক্রিজে এসেছেন আফিফ, দ্বিতীয় বলেই হাঁকিয়েছেন ছক্কা। এরপরের বল ডট। আফিফের সেই বলে রান নেওয়ার ইচ্ছা দেখা যায়নি, কিন্তু হুট করে সজোরে বল ছুড়ে মারেন শাহীন শাহ আফ্রিদি। পায়ের গোড়ালিতে আঘাত লেগে মাটিতে লুটিয়ে আফিফ।
মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন আফিফ, ইনজুরিতেই পড়েছেন কিনা ভেবে রুদ্ধশ্বাস কয়েক মুহূর্ত কাটে দর্শকদের। তবে স্বস্তির বিষয়, মেডিক্যাল টিম এসে চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পর আবার ক্রিজে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ২০ বলে ২০ রান করেন।
ঘটনার পরপরই ছুটে গিয়ে দুঃখপ্রকাশ করেন পাকিস্তানি ক্রিকেটাররা। তবে এ ঘটনায় শাহিন শাহ শাস্তি এড়াতে পারবেন কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, অল্প কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এমন একটি ঘটনা ঘটে। সে ঘটনার জের ধরে মাঠেই নিষিদ্ধ হয় জেমস প্যাটিনসন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও চলছে ব্যাপক সমালোচনা। ক্ষোভ প্রকাশ করে ক্রিকেটেও রেডকার্ড থাকা উচিত এমন কথাও বলছেন ভক্তরা।
টসে জিতে ব্যাটে নেমে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৮ রান। এখন ব্যাটিং করছে পাকিস্তান। এর আগে প্রথম ম্যাচে ৪ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।