বিসিবি সভাপতির এশিয়া কাপ দলে নেই মাহমুদউল্লাহ-আফিফ
সাকিব আল হাসানকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঘোষণা হয়েছে আজ। নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই সিদ্ধান্তের কথা জানান।
আপাতত এশিয়া কাপ এবং বিশ্বকাপের জন্য সাকিবকে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করার শেষ সময় আগামীকাল।
এই ১৭ সদস্যের দলে কারা থাকছেন তা অনেকেই বুঝে গেছেন। তবে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেন নিজেই নির্বাচকদের কাজটি করে দিয়েছেন একদিন আগেই।
আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'আমার ধারণা এটা মনে হয় মোটামুটি ক্লোজ হয়ে গেছে। অন্তত চারটা পেসার নিয়ে যাবে। আমাদের পাঁচজন থেকে যেকোনো চারজন যাবে। আবার এমনও হতে পারে পাঁচজন নেবে। নিতে হবে কিন্তু ১৭ জন। বিশ্বকাপে নিশ্চিত পাঁচজন নিয়ে যাব পেসার, মানে এটা আমার ধারণা। যে ধরনের উইকেটে খেলা হবে, তাই করবে। তারপরও ধরছি চারজন নেবে।'
স্পিনার কে কে থাকবেন, সেটিও বলে দিলেন বোর্ড প্রধান, 'স্পিনার আমাদের সাকিব আছে, মিরাজ আছে; তারপর একটা অতিরিক্ত স্পিনার নিতে হবে অবশ্যই। তাইজুল আর নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমার ধারণা নাসুমেরই সম্ভাবনা বেশি। এখানে আরেকটা চলে গেল। পাঁচটা চলে গেল। এদের ছাড়া, আমি মিরাজ ও সাকিবের নাম বলেছি; তাহলে সাতজন হয়ে গেল। আমার একটা ওপেনার বাকি, তাওহিদ হৃদয়-শান্ত-মুশফিক বাকি আছে। এদের বাদ দিয়ে তো আর করা যাবে না।'
বিসিবি সভাপতির বলা ১৭ জনের মধ্যে জায়গা হয়নি আফিফ এবং মাহমুদউল্লাহ রিয়াদের। সরাসরি না বললেও পরোক্ষভাবেই যেন সেটি জানিয়ে দিলেন তিনি, 'অতিরিক্ত প্লেয়ার কাকে নেব, এটা জিজ্ঞেস করতে পারেন। আমি মনে করি, এখানে আফিফ আছে, মাহমুদউল্লাহ আছে, শামীম পাটোয়ারি আছে। ১৭ জনের বাইরে। আমার ১৭ শেষ আগেই। তারপরও আপনাদেরকে বলছি। আপনারা যে কাকে বাদ দিতে চাচ্ছেন, সেটা আমি জানি না। আপনারা যখন নামগুলো বলেন, বুঝি না কেন। ধরেন এদের আমার ঢোকাতে হতে পারে। এমনকি মোসাদ্দেকও হতে পারে।'