মেসিকে ঘরে ফেরার অনুরোধ আর্জেন্টিনা প্রেসিডেন্টের
মধুর সম্পর্ক আর মধুর নেই। বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি। তার বার্সার ছাড়ার সিদ্ধান্ত জানানোর পর থেকে ফুটবল বিশ্ব এটা নিয়েই মেতে আছে। তার নতুন ঠিকানা হবে কোন ক্লাব; এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ইতোমধ্যে মেসিকে লোভনীয় প্রস্তাব দিয়েছে ইংলিশ ক্লাবটি। তাকে কেনার রেসে আছে পিএসজি, ইন্টার মিলানের মতো বিশ্বখ্যাত দলও। বড় বড় ক্লাবের ভিড়ে মেসিকে দলে পাওয়ার স্বপ্ন দেখছে নিউয়েলস ওল্ড বয়েজও।
মেসির শহর রোজারিওর এই ক্লাবের সমর্থকদের মতো আশায় আছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজও। তার আশা বার্সেলোনা ছেড়ে আর্জেন্টিনায় ফিরবেন মেসি, খেলবেন নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে। আর এখানেই ক্যারিয়ার শেষ করবেন মেসি।
আর্জেন্টিনার একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ বলেছেন, 'তুমি আমাদের সবার হৃদয়ে আছো। তোমাকে আমরা কখনও আমাদের দেশে খেলতে দেখিনি। নিউয়েলস ওল্ড বয়েজে ক্যারিয়ার শেষ করে আমাদের আনন্দ দাও, এটা তোমারই ক্লাব।'
আর্জেন্টিনার প্রেসিডেন্ট এমন আহ্বান জানিয়ে থামলেও নিউয়েলস ওল্ড বয়েজের সমর্থকরা রীতিমতো রাস্তায় নেমে গেছেন। মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর ঘরের ছেলেকে ঘরে ফেরাতে রাস্তায় রাস্তায় স্লোগান দিয়েছেন ওল্ড বয়েসের সমর্থকরা। রাস্তায় নেমে উৎসব করেছে রোজারিওর মানুষ।
যদিও মেসির দৃষ্টি এদিকে নয়। সাবেক গুরু পেপ গার্দিওলার ক্লাব ম্যান সিটিতে যাওয়ার ইচ্ছা তার। এ ছাড়া বেতন, ট্রান্সফার ফি'র কারণেও মেসিকে দলে ভেড়ানো প্রায় অসম্ভব ওল্ড বয়েজের জন্য।
সার্বিক জীবন যাত্রার মাত্র নিশ্চিত করতে চাইলেও আর্জেন্টিনায় ফেরার সম্ভাবনা নেই তার। তবে মেসি যে বলে রেখেছেন কোনো এক সময়ে এই ক্লাবটিতে খেলতে চান; সেটাই আশা জাগাচ্ছে রোজারিওর মানুষদের মনে।