মেসিদের হারিয়ে শিরোপা জিততে চান নেইমার
কঠিন প্রতিপক্ষের মুখোমুখি কে হতে চায়! লড়াইটা যদি হয় শিরোপা নির্ধারণী ম্যাচ, তাহলে তো কথাই নেই। নেইমার অবশ্য সেভাবে ভাবেন না। কঠিন প্রতিপক্ষকে হারিয়ে শিরোপার স্বাদ নিতেই বেশি পছন্দ ব্রাজিল প্রাণ ভোমরার। তাই তো কোপা আমেরিকার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চাইছেন তিনি। লিওনেল মেসির দলকে হারিয়ে শিরোপা উৎসব করতে চান নেইমার।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তেজনায় ঠাসা। সেই উত্তজনার আঁচই যেন গায়ে লাগাতে চাইছেন নেইমার। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর স্বাদ ও কঠিন চ্যালেঞ্জ জয়ের বিষয়টি টানছে পিএসজির এই তারকা ফরোয়ার্ডকে। দ্বিতীয় সেমি-ফাইনালে তাই আর্জেন্টিনার সমর্থন করবেন নেইমার।
ব্রাজিলকে পথ দেখানোর কাজটি ভালোভাবেই করে যাচ্ছেন নেইমার। গোল না পেলেও ব্রাজিলের আক্রমণভাগের কাণ্ডারি হয়েই আছেন তিনি। কোয়ার্টার ফাইনালে লুকাস পাকুয়েতার গোলে চিলিকে হারায় ব্রাজিল। কিন্তু নেপথ্য নায়ক ছিলেন নেইমার।
সেমি-ফাইনালেও একই গল্প লেখা হয়েছে। আবারও গোল করে ব্রাজিলকে জয় এনে দিয়েছেন পাকুয়েতা। এবারও নেপথ্যে নেইমার। এই দুই ম্যাচে গোল না করেও ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। নিজের ছন্দই যেন নেইমারকে বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। আর এ কারণেই কঠিন চ্যালেঞ্জ জিতে শিরোপায় চুমু আঁকতে চাইছেন তিনি।
সেমি-ফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। পেরুকে হারানোর পর ফাইনালেরে প্রতিপক্ষ নিয়ে নেইমার বলেন, 'ফাইনালে আমি আর্জেন্টিনাকেই চাই, ওদের হয়েই গলা ফাটাব (দ্বিতীয় সেমি-ফাইনালে)। ওখানে আমার অনেক বন্ধু আছে এবং ফাইনালে ব্রাজিলই জিতবে।'
মেসি জাদুতে সেমি-ফাইনালে ওঠা আর্জেন্টিনা ফাইনালের টিকেট কাটতে ৭ জুলাই মাঠে নামবে। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপার দ্বিতীয় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।