মেসি-নেইমারদের রুখে দিল ক্লাব ব্রুজ, রিয়াল-ম্যান সিটির জয়
আধিপত্যের সাথেই ম্যাচ শুরু করে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গোছালো ফুটবল খেলতে না পারলেও গোলের দেখা পেতে সময় লাগেনি খুব বেশি। আবার এগিয়ে থাকাও হয়নি বেশি সময়। কিছুক্ষণ পরই সমতা টেনে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে যায় বেলজিয়ামের দল ক্লাব ব্রুজ। আর গোলের দেখা মেলেনি, ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হলো লিওনেল মেসি-নেইমারদের দল পিএসজির।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের 'এ' গ্রুপের ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। শুরুর দিকেই গোল করে পিএসজিকে এগিয়ে নেন স্প্যানিশ মিড ফিল্ডার আন্দের এরেরা। ১২ মিনিট পর গোল করে ক্লাব ব্রুজকে সমতায় ফেরান হান্স ভানাকেন। দলটি আরও গোলের দেখা পেতে পারতো। সুযোগ মিস ও পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় সেটা হয়নি।
মেসি-নেইমারদের ড্রয়ের দিনে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। 'এ' গ্রুপের ম্যাচে ঘরের মাঠে লেইপজিগকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। 'ডি' গ্রুপের ম্যাচে কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর গোলে ইন্টার মিলানকে তাদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
'বি' গ্রুপের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এসি মিলানকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। সাত বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরার ম্যাচেই হার সঙ্গী হলো মিলানের। অন্যান্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ২-১ গোলে বেসিকতাসকে, শেরিফ ২-০ গোলে শাখতার দোনেস্ককে ও আয়াক্স ৫-১ গোলে স্পোর্টিং লিজবনকে হারিয়েছে। আয়াক্সের হয়ে একাই ৪টি গোল করেন সেবাস্তিয়েন হলার। আতলেতিকো মাদ্রিদ ও পোর্তোর মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ক্লাব ব্রুজের বিপক্ষে বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল পিএসজি। ফরাসি ক্লাবটি ৬৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে। কিন্তু আক্রমণ সাজানোয় এগিয়ে ছিল ক্লাব ব্রুজ। গোলমুখে তারা শট নিয়েছে ১৬টি, এর মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। পিএসজির নেওয়া ৯টি শটের ৪টি ছিল লক্ষ্যে। মেসির নেওয়া একটি শট বারে লেগে ফিরে আসে।
এলোমেলো ফুটবল খেললেও ১৫তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। বাম প্রান্ত দিয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে নিচু করে ক্রস বাড়ান কিলিয়ান এমবাপ্পে। গোল আদায় করে নিতে ভুল হয়নি এরেরার। বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান স্প্যানিশ এই মিড ফিল্ডার।
আট মিনিট পর এগিয়ে যেতে পারতো পিএসজি। কিন্তু মেসি অসাধারণ দক্ষতায় বলের যোগান দিলেও জালের ঠিকানা করে নিতে পারেননি এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান ব্রুজের গোলরক্ষক সিমন মিনিওলে।
২৭তম মিনিটে সমতায় ফেরে ক্লাব ব্রুজ। বাম প্রান্তে সতীর্থের কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে ক্রস বাড়ান এদুয়ার্দ সোবল। বাইরে থেকে দৌড়ে এসে দারুণ শটে গোল করেন ভানাকেন। অবশ্য আস্রাফ হাকিমির কারণে ধোঁকা খান নাভাস। হাকিমির পায়ে লেগে উঁচু হয়ে বল জালে জড়ায়।
সমতায় ফিরে গতি বেড়ে যায় ক্লাব ব্রুজের। বারবার পিএসজির রক্ষণভাগে হানা দিতে থাকে ঘরের মাঠের দলটি। যদিও তারা গোল আদায় করে নিতে পারেনি। জয়সূচক গোলের জন্য শেষদিকে পিএসজিও গতি বাড়ায়। তারাও জালের ঠিকানা পায়নি।