ম্যাচ পাতানোর অভিযোগ পায়নি বিসিবি
সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়ন-ওল্ড ডিওএইসএসের মধ্যকার ম্যাচ। ব্রাদার্সের দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ডিওএইসএস, শেষ বলে দরকার ২ রান। ব্যাটসম্যান প্রিতম কুমারকে ইনিংসের শেষ ডেরিভারিটি করেন ব্রাদার্সেরে পেসার সুজন হাওয়ালাদার। ওয়াইড ভেবে বলটি ছেড়ে দেন প্রিতম। এরপর ম্যাচটি নিয়ে বিতর্ক শুরু হয়।
ওই ডেলিভারিটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পোস্ট করে অনেকে দাবি করছেন ম্যাচটি পাতানো হয়েছে। কারও সন্দেহের তীর আম্পায়ারের দিকে, আবার কেউ বলছেন ব্যাটসমানের কথা। ওয়াইডের সীমানা ঘেষা ডেলিভারিটি ইচ্ছা করে আম্পায়ার ওয়াইড দেননি বলে অভিযোগের তীর ছোড়া হচ্ছে। অনেকের প্রশ্ন, ব্যাটসম্যান কেন ব্যাটটি চালাননি!
বিষয়টি বিসিবির দৃষ্টি এড়ায়নি। সংবাদমাধ্যমও চলমান এই বিতর্ক নিয়ে সজাগ। বুধবার এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসকে প্রশ্ন করা হয়। বিসিবির এই পরিচালক বিষয়টি খুব একটা আমলে নেননি। তিনি জানিয়েছেন, এ নিয়ে কোনও অভিযোগ বিসিবিতে আসেনি।
জালাল ইউনুস বলেন, 'আমার মনে হয় না। আমরা এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। আপনারা জানেন আমরা পাতানো ম্যাচ সহ্য করি না। কাল ম্যাচ নিয়ে অনেক জায়গায় অনেকে অভিযোগ করেছে শুনেছি। কিন্তু আমরা কোনও রিপোর্ট পাইনি এবং যে দুটি দলের মধ্যে খেলা হয়েছে, তাদের মধ্যে এমন কিছু হওয়ার কোনও কারণ দেখি না আমি। আমরা এখন পর্যন্ত আকসু থেকে কোন কিছু পাইনি।'
একই কথা জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'আমি মাঠেই ছিলাম। শেষ ওভারে যে ঘটনাটি বলা হচ্ছে, তা দেখে আমার কাছে মনে হয়নি ম্যাচ পাতানো। আর দুই দলের পক্ষ থেকেও কোনো ধরনের অভিযোগ বা আপত্তি আসেনি। বোলার দূর্দান্ত বোলিং করেছে। আর শেষ বলটি ওয়াইডও মনে হয়নি। সবচেয়ে বড় কথা হলো মাঠের আম্পায়ারও সেটি দেয়নি।'