ম্যানসিটি ছাড়ার ঘোষণা দিলেন গার্দিওলা!
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি ম্যানেজার পেপ গার্দিওলা বুধবার ঘোষণা দিয়েছেন, ২০২৩ সালে ক্লাবের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে বিদায় জানাবেন। এরপর কিছুদিন ছুটি কাটিয়ে কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে চান বলে জানিয়েছেন এই স্প্যানিশ কোচ।
২০১৬ সালে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর ক্লাবকে তিনটি লিগ শিরোপাসহ মোট ১০টি শিরোপা জিতিয়েছেন গার্দিওলা। ২০২৩ সালে ৭ বছরের সিটি অধ্যায়ে ইতি টেনে 'হালকা বিরতি' নিবেন বলে জানিয়েছেন তিনি।
'আমার ধারণা, আমি একটু থামতে যাচ্ছি। আমাকে হালকা বিরতি নিয়ে পর্যালোচনা করতে হবে, এতদিন কী কী করেছি,' বলেন ৫০ বছর বয়সী এই কোচ।
'সুযোগ থাকলে আমার পরবর্তী গন্তব্য হবে কোনো জাতীয় দল,' যোগ করেন তিনি।
ব্রাজিলের আর্থিক সেবা সংস্থা এক্সপি ইনভেস্টমেন্টোস আয়োজিত এক অনলাইন ইভেন্টে গতকাল ইএসপিএন ব্রাজিলের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'আমি একটি দক্ষিণ আমেরিকান অথবা ইউরোপীয় দলের দায়িত্ব নিতে চাই। কোপা আমেরিকায় খেলতে প্রশিক্ষণ দিতে চাই আমি। এই অভিজ্ঞতার স্বাদ নিতে চাই।'
হ্যারি কেনের দলবদলের সম্ভাবনা ভেস্তে যাওয়ার পর গতকাল সিটি সমর্থকদের জন্য দ্বিতীয় ধাক্কা হিসেবে আসে এই খবর।
এর আগে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন গার্দিওলা। পূর্ববর্তী দুই ক্লাব ছাড়ার পরই এক বছরের বিরতি নিয়েছিলেন এই কাতালান ম্যানেজার।
-
সূত্র: বিবিসি