ম্যারাডোনাকে নিয়ে অ্যামাজনের নতুন টিভি সিরিজ
কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার জীবন নিয়ে নির্মিত হয়েছে নতুন টিভি সিরিজ। এই সিরিজে আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের ছন্নছাড়া জীবনের খুঁটি-নাটি অনেক স্বল্প পরিচিত ঘটনাও উঠে এসেছে।
তবে এমাজন প্রাইমের এই প্রকল্প ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি করছে ম্যারাডোনার জন্মভূমি আর্জেন্টিনায়।
'ম্যারাডোনা: ব্লেসড ড্রিম' নামের এই সিরিজে বুয়েন্স আয়ার্সের খুবই সাধারণ এক পরিবার থেকে উঠে এসে ম্যারাডোনা কীভাবে একজন বৈশ্বিক মহাতারকা হয়ে উঠেছেন, সে গল্প বলা হয়েছে।
মৃত্যুর আগেই এই সিরিজের চিত্রনাট্যকে অনুমোদন দিয়ে গিয়েছিলেন ম্যারাডোনা।
১০ ঘণ্টা দীর্ঘ এই সিরিজের প্রথম কয়েক এপিসোড মুক্তি পেয়েছে আজ শুক্রবার, ২৯ অক্টোবর। সিরিজে ম্যারাডোনার জীবনের বিভিন্ন অংশকে চিত্রিত করার জন্য তার চরিত্রে অভিনয় করেছেন চারজন ভিন্ন অভিনেতা।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনার ভূমিকায় অভিনয় করা অভিনেতাদের একজন নিকোলাস গোল্ডস্মিত বলেন, "তিনি (ম্যারাডোনা) কি এই সিরিজটি পছন্দ করতেন? জানি না। তবে আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করতে চাই উত্তরটি হ্যাঁ।"
ন্যাপোলিকে লিগ জেতানো, বোকা জুনিয়র্সের হয়ে অভূতপূর্ব সাফল্য এবং আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোসহ ম্যারাডোনার জীবনের বড় সাফল্যগুলোর সবই উঠে এসেছে এই সিরিজে।
এছাড়া ম্যারাডোনার জীবনের নিন্দিত অধ্যায়গুলোও, যেমন মাদক ও স্থূলতা সঙ্গে লড়াই, জীবনভর তার পিছু করা অসংখ্য বিতর্ক; এসবও উঠে এসেছে এই সিরিজে।
সিরিজে কপোলা চরিত্রে অভিনয় করা জিন-পিয়েরে নোহার বলেন, "আমার মনে হয় এখনও অনেক কিছুই আছে (ম্যারাডোনার জীবনের), যা আমাদের অজানা। সেগুলো এই সিরিজের মধ্য দিয়ে জানতে পারবেন আপনি। এই সিরিজটি ব্যক্তিগত এবং অন্তরঙ্গ অনেক মুহূর্ত নিয়ে কাজ করেছে।"
আর্জেন্টিনা, স্পেন, ইতালি, উরুগুয়ে এবং মেক্সিকোতে চিত্রায়িত হয়েছে সিরিজটি।
এদিকে আর্জেন্টিনায় ইতোমধ্যে অনেক বিতর্কও উস্কে দিয়েছে সিরিজটি। ম্যারাডোনার সাবেক স্ত্রী ক্লদিয়া ভিলাফেন সিরিজের কিছু দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন এবং সেগুলো সরানোর জন্য আদালত পর্যন্ত গিয়েছেন। তিনি বলেছেন, আইনি পদক্ষেপ নিবেন কি না সে সিদ্ধান্ত নেওয়ার আগে সিরিজের চূড়ান্ত কাটটি দেখবেন তিনি।
সূত্র: রয়টার্স।