রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা
ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণার দিনই বিতর্কের শুরু। এতেটাই বিতর্কের তৈরি হয় যে, বিদ্রোহী এই লিগটির পরিণতি ভালো হয়নি। ক্লাবের ভক্ত, সমর্থক, ফুটবল বোদ্ধাদের প্রবল সমালোচনার মুখে শুরুর আগেই প্রায় শেষ দেখে ফেলেছে সুপার লিগ। প্রতিষ্ঠাতা ১২ ক্লাবের ৯টিই লিগ থেকে বের হয়ে গেছে। তবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনও সুপার লিগের অংশ হয়ে আছে।
এ জন্য বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে জায়ান্ট এই তিন ক্লাবকে। কয়েকদিন আগে এমনই ঘোষণা দেয় উয়েফা। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ভুল বুঝে ফিরে আসা ৯টি ক্লাবের শাস্তি হবে, সেটা সামান্য। তবে রিয়াল, বার্সা ও জুভেন্টাসকে দেওয়া হবে বড় শাস্তি।
এ লক্ষ্যে এবার রিয়াল, বার্সা ও জুভেন্টাসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। জায়ান্ট এই তিন ক্লাবের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইতোমধ্যে পরিদর্শক নিয়োগ দিয়েছে সংস্থাটি।
সুপার লিগ আয়োজন করতে গিয়ে উয়েফার কোন কোন ধারা ভঙ্গ করেছে রিয়াল, বার্সা ও জুভেন্টাস, তা নিয়ে তদন্ত করবে উয়েফা। সংস্থাটি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ঠিক সময়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
গত ১৯ এপ্রিল ইউরোপিয়ান সুপার লিগ আয়োজনের ঘোষণা আসে। উয়েফার নিষেধাজ্ঞার হুমকির পরও বিদ্রোহী এই লিগে অংশ নেওয়ার কথা জানায় প্রতিষ্ঠাতা ১২টি ক্লাব। লিগের। স্পেন থেকে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ, ইতালি থেকে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান, ইংল্যান্ড থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার লিগটিতে নাম লেখায়।
প্রবল সমালোচনার মুখে সুপার লিগের পথচলা কঠিন হয়ে পড়ে। দুই দিনের মধ্যেই লিগ থেকে নাম সরিয়ে নেয় ইংলিশ প্রিমিয়ার লিগের ৬ ক্লাব। একই দিনে নাম আসরটি থেকে সরে দাঁড়ায় ইন্টার মিলান ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
এরপর পর নাম প্রত্যাহার করে নেয় এসি মিলানও। কিন্তু বারবার বলেও রিয়াল, বার্সা ও জুভেন্টাসকে ফেরাতে পারেনি উয়েফা। এ কারণে এই তিন ক্লাবের বিরুদ্ধে তদন্ত শুরু করলো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।