লা লিগা শুরুর অনুমতি মিলল
স্থবিরতা কাটতে শুরু করেছে। করোনাভাইরাসের সঙ্গে লড়াই শেষ না হলেও নিরবতা ভেঙে জেগে উঠছে পৃথিবী। স্কুল-কলেজ, অফিস-আদালেত খুলে দেওয়া হচ্ছে, মাঠে ফিরছে বিভিন্ন খেলাধুলা। অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেই চালু করা হচ্ছে বিভিন্ন ফুটবল লিগ। ইতোমধ্যে শুরু হয়েছে বুন্দেসলিগা। এবার শুরু হতে যাচ্ছে লা লিগা।
স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ এই লিগ আগামী ৮ জুন থেকে শুরু করার অনুমতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। প্রায় তিন মাস পর মাঠে ফিরতে যাচ্ছে লা লিগা।
স্পেনের শীর্ষ লিগের সভাপতি হাভিয়ের তেবাজ আগামী ১২ জুন লা লিগা শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। এরআগেই লিগ শুরুর অনুমতি মিলে গেল। তবে লা লিগা কর্তৃপক্ষ এখনও লিগ শুরুর চূড়ান্ত দিনক্ষণ জানায়নি।
শনিবার লিগ শুরুর অনুমতি দিয়ে স্প্রেনের প্রধানমন্ত্রী বলেন, 'যা করা উচিত ছিল, স্পেন তাই করেছে। এখন সবার জন্য নতুন দিগন্তের সূচনা হচ্ছে। প্রতিদিনের অনেক কাজকর্ম ফিরিয়ে আনার সময় এসেছে। আগামী ৮ জুন লা লিগা মাঠে ফিরবে।'
করোনাভাইরাসের প্রকোপে গত ১২ মার্চ লা লিগা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। প্রায় দুই মাস ঘরবন্দি অবস্থায় সময় কাটে লা লিগার খেলোয়াড়দের। গত ৮ মে থেকে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করে লা লিগার দলগুলো।
গ্রুপ অনুশীলন শুরু হয়েছে গত সপ্তাহ থেকে। যদিও একসঙ্গে ১০ জনের বেশি অনুশীলনে অংশ নিতে পারছে না। স্প্যানিশ গণমাধ্যমের খবর, সেভিয়া ও রিয়াল বেটিসের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারে লা লিগা।
করোনাভাইরাসের ছোবলে মহাসঙ্কটে পড়ে গিয়েছিল স্পেন। দেশটিতে ২ লাখ ৮১ হাজার ৯০৪ করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়। এর মধ্যে মারা যায় ২৮ হাজার ৬২৮ জন। বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় ফিরেছে স্পেন।