শাস্তি হতে পারে গেইলের
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াস ও রামনরেশ সারওয়ানের ওপর কতটা ক্ষুব্ধ ক্রিস গেইল? এটার উত্তর পাওয়া গেছে সপ্তাহ দুয়েক আগে। সিপিএলের দলটি ও সারওয়ানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন গেইল। বেশ কয়েক দিন হয়ে গেলেও ব্যাপারটি শেষ হয়ে যায়নি। এই ঘটনায় শাস্তি হতে পারে ক্যারিবীয় ব্যাটিং দানবের।
গেইলের মন্তব্যকে স্বাভাবিকভাবে নেননি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট রিকি স্কেরিট। তার কথায় মনে হয়েছে, শাস্তি পেতে পারেন গেইল।
সিপিএলে গেইলের সঙ্গে তিন বছরের চুক্তি ছিল জ্যামাইকা তালাওয়াসের। কিন্তু এক বছর পরই গেইলের সঙ্গে চুক্তি বাতিল করে দলটি। সেন্ট লুসিয়া জুকসে পাড়ি জমান গেইল। জ্যামাইকার সঙ্গে চুক্তি বাতিলের পেছনে দলটির সহকারী কোচ সারওয়ানের প্রভাব ছিল বলে মনে করেন গেইল।
গেইলের বিশ্বাস, সারওয়ান কলকাঠি নাড়ার কারণেই তার সঙ্গে চুক্তি বাতিল করে জ্যামাইকা। এ কারণে সাবেক সতীর্থকে নিয়ে বিস্কোরক মন্তব্যই করেন গেইল। এমনকি জ্যামাইকার মালিকপক্ষকেও কাঠগড়ায় তোলেন তিনি।
গত মাসের শেষের দিকে এক ইউটিউব ভিডিওতে সারওয়ানকে নিয়ে গেইল বলেন, 'সাপ ও করোনাভাইরাসের চেয়েও খারাপ।' যদিও গেইলের অভিযোগ করা বিষয়টি সেভাবে কানেই তোলেননি সারওয়ান। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটসম্যান অভিযোগ উড়িয়ে দেন।
সাবেক সতীর্থের অভিযোগে কষ্ট পেলেও বিষয়টি আর বাড়াননি সারওয়ান। কিন্তু ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এই বিষয়টিকে এত হাল্কাভাবে নেয়নি। যা পরিস্কারভাবে জানিয়ে দিয়েছেন রিকি স্কেরিট।
ত্রিনিদাদের একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রেসিডেন্ট বলেছেন, 'ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের জন্য এসব ভালো ব্যাপার নয়। এ ধরনের খবর পড়তে অবশ্যই আমার খুব ভালো লাগেনি।'
স্কেরিট আরও বলেন, 'ক্রিকেটার যদি কোনো ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকে, তাহলে তাকে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হয়। ভাবমূর্তি ক্ষুন্ন হয়, এমন কোনো আচরণ তারা করতে পারে না। তাই আমি বলতে পারি, এই ব্যাপারটি শেষ হয়ে যায়নি। আমি নিশ্চিত, ক্রিস ও সিপিএল কর্তৃপক্ষের মধ্যে এটি নিয়ে আলোচনা হচ্ছে, কারণ সে একটি ফ্র্যাঞ্চাইজি দলে চুক্তিবদ্ধ।'