শিরোপার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে মাহমুদউল্লাহরা
দুইদিন পিছিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে রোববার। ৫০ ওভারের টুর্নামেন্টের এই ফাইনালে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও নাজমুল একাদশ। শিরোপার লড়াইয়ে টস ভাগ্য মাহমুদউল্লাহর পক্ষে গেছে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা দেড়টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এ ছাড়া বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ, 'বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স' থেকে খেলা দেখা যাচ্ছে। একই নামের ইউটিউব চ্যানেলেও খেলা দেখা যাচ্ছে।
লিগ পর্বের সবচেয়ে সফল দল নাজমুল একাদশ। চার ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে শান্তর দল। তাদের একমাত্র হার তামিমের দলের বিপক্ষে। অন্যদিকে মাহমুদউল্লাহর দল চার ম্যাচে দুটিতে জয় পেয়েছে। তাদের দুটি জয়ই তামিমের দলের বিপক্ষে। শান্তর দলের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছে তারা।
২৩ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বাড়তি সতর্কতা হিসেবে ফাইনাল ম্যাচটি দুইদিন পিছিয়ে দেওয়া হয়।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, রুবেল হোসেন, এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, নাঈম হাসান ও নাসুম আহমেদ।