শ্রীলঙ্কা দল ঢাকায়
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকা এসে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি ভাড়া করা বিমানে সকাল সোয়া আটটায় ঢাকা পৌঁছায় লঙ্কানরা। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে গেছে শ্রীলঙ্কা। এখানেই তাদের কোয়ারেন্টিন হবে।
শ্রীলঙ্কার কোয়ারেন্টিন নীতি নিয়ে বিমান বন্দরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'শ্রীলঙ্কা কোয়ারেন্টিনে থাকা অবস্থায় সব মিলিয়ে চারটি করোনা পরীক্ষা হবে। ২২ মে যে পরীক্ষাটি হবে, তার ওপর ভিত্তি করে ২৩ মে প্রথম ওয়ানডেটি খেলবে দুই দল। এর আগে শ্রীলঙ্কা ও বাংলাদেশ যে প্রস্তুতি ম্যাচ খেলবে, সেগুলো হবে নিজেদের মধ্যেই।'
সাত দিনের কোয়ারেন্টিনের প্রথম তিন দিন পুরোপুরি রুমবন্দি থাকতে হবে শ্রীলঙ্কাকে। কোয়ারেন্টিনের পরের চারদিনে অনুশীলন করতে পারবে তারা। প্রথম তিন দিন দুইবার করোনা পরীক্ষা হবে সফরকারীদের। নেগেটিভ হলে আগামী ১৯ মে থেকে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে পারবে শ্রীলঙ্কা।
অনুশীলনের অনমুতি মিললেও কোয়ারেন্টিনে থাকাকালীন বিধি নিষেধ মানতে হবে শ্রীলঙ্কাকে। কোয়ারেন্টিনের পরের চারদিন নিজেদের মধ্যে ছোট ছোট ভাগে ভাগ হয়ে অনুশীলন করতে হবে তাদের। শেষ পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর পুরো দল নিয়ে অনুশীলন করবে লঙ্কানরা।
দুই দিনের অনুশীলন শেষে ২১ মে বিকেএসপিতে নিজেদের মধ্যে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলবে কুশল পেরেরার দল।
২৩ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৫ ও ২৮ মে মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। সিরিজ শেষে আগামী ২৯ মে ভাড়া করা বিমানে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল।
ঈদের বিরতির পর ১৮ মে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। এদিনই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার কথা তামিম-মুশফিকদের। ওয়ানডের প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের ১৫ মে একটি পরীক্ষা হয়েছে। আজ ও আগামীকাল আরও দুটি পরীক্ষা করা হবে। এই পরীক্ষার ফলের ভিত্তিতে ১৮ মে হোটেলে উঠবে বাংলাদেশ দল।
অনুশীলনের প্রথম দিন, ১৮ মে থেকেই বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা আইপিএল খেলে ভারত থেকে দেশে ফেরা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। যদিও তাদের ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হবে আগামী ২১ মে। সাকিব-মুস্তাফিজের কোয়ারেন্টিনের সময় কমিয়ে আনতে গত বেশ কয়েকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে বিসিবি।
শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিদু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্ত চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাকান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো ও শিরান ফার্নান্দো।