সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ
পুরো দুনিয়া ফুটবল জ্বরে কাঁপছে। এক দিনে দুটি আসরের ফাইনাল। ১১ জুলাই রাতে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভোরে মুখোমুখি হবে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে এই দুই দলের মুখোমুখি হওয়ার আগে পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত।
১০৭ বছরের পুরনো এই লড়াই নিয়ে রোমাঞ্চের শেষ নেই ফুটবল ভক্তদের। সুপার ক্ল্যাসিকো ম্যাচের আগে সংখ্যায় সংখ্যায় জেনে নেওয়া যাক ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের কিছু তথ্য।
১০৭: এটা ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের বয়স। ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দেশ।
১১১: ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১১১ বার মুখোমুখি হয়েছে।
৪৬: ১১১ বারের দেখায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল জয় পেয়েছে ৪৬ বার।
৪০: আর্জেন্টিনাও খুব বেশি পিছিয়ে নেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৪০টি ম্যাচের জয়ের হাসি হেসেছে আর্জেন্টিনা।
২৫: দুই দলের মোকাবলিায় ২৫টি ম্যাচ ড্র হয়।
৪: বিশ্বকাপে দুই দলের ম্যাচসংখ্যা।
২: বিশ্বকাপে চারবারের সাক্ষাতে ব্রাজিল দুটি ম্যাচে জয় পেয়েছে।
১: চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার জয় একটি ম্যাচে।
১: বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা মধ্যকার একটি ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়।
৫: বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনার জালে পাঁচবারের বল পাঠিয়েছে ব্রাজিল।
৩: বিশ্বকাপে জয়ে পিছিয়ে থাকা আর্জেন্টিনার গোলসংখ্যাতেও পিছিয়ে। ব্রাজিলের বিপক্ষে তাদের গোল ৩টি।
৩৩: লাতিন অঞ্চলের সবচেয়ে জমজমাট আসর কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার ম্যাচসংখ্যা।
১৫: কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ এগিয়ে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ১৫টি ম্যাচে জয় পেয়েছে লিওনেল মেসির দেশ।
১০: কোপায় আর্জেন্টিনার বিপক্ষে নেইমারদের দেশ জয় পেয়েছে ১০টি ম্যাচে।
৮: কোপায় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার আটটি ম্যাচ অমিমাংসিতভাবে শেষ হয়।
৩: কোপা আমেরিকার ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সংখ্যা।
২: কোপার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তিনবার লড়ে দুইবার শিরোপা জিতেছে ব্রাজিল।
১: কোপার ফাইনালে ব্রাজিলকে একবারই হারাতে পেরেছে আর্জেন্টিনা।
৫২: কোপায় ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার গোলসংখ্যা।
৪০: আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের গোলসংখ্যা।
১৪: কোপায় আর্জেন্টিনার শিরোপাসংখ্যা। সবচেয়ে বেশি শিরোপা দল দল তারাই।
৯: সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপের শিরোপা জেতা ব্রাজিল এখানে পিছিয়ে। কোপা আমেরিকার ৯টি শিরোপা জিতেছে ব্রাজিল।