সাকিব-মুশফিকদের কাছ থেকে শিখবেন রবীন্দ্র
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট রহস্যজনক; বাংলাদেশের ক্রিকেটারদেরই এমন বলতে দেখা গেছে। ঘরের মাঠের ক্রিকেটারদের কাছেই এখানকার উইকেট এমন মনে হলে অন্যান্য দলের কী অবস্থা হয়; তার প্রমাণ মেলে মাঠে। সর্বশেষ অস্ট্রেলিয়া দল মিরপুরে রীতিমতো নাকানি-চোবানি খেয়ে গেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছে অজিরা।
এই উইকেটে ভালো খেলার উপায় কোথায় মেলে? নিউজিল্যান্ডের অনভিষিক্ত ক্রিকেটার রাচিন রবীন্দ্র সেই পথ পেয়ে গেছেন। এ পথে বাংলাদেশের ক্রিকেটারদেরই দ্বারস্থ হচ্ছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের কাছ থেকে শিখে মিরপুরের উইকেটে সফলতার গল্প লিখতে চান তিনি।
যদিও অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকালে হতাশ হতে হবে তাকে। নিজেদের চিরচেনা মাঠের চেনা উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরাও ধুঁকেছে। পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান একটি হাফ সেঞ্চুরির দেখা পান। বেশিরভাগ ব্যাটসম্যানই রান তুলতে সংগ্রাম করেছেন। এরপরও গড়পড়তা পারফরম্যান্সে অজিদের চেয়ে এগিয়ে ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ কারণে সাকিব-মুশফিকদের কাছ থেকে দিক্ষা নিতে চাইছেন রবীন্দ্র।
জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'কিছুদিন আগেই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতল। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মুস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার তাদের আছে। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেখে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।'
মিরপুরের উইকেটে খেলার অভিজ্ঞতা অবশ্য রবীন্দ্রর আছে। তবে সেটা যথেষ্ট নয়, এমনকি সাম্প্রতিক সময়েও নয়। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিলেন তিনি। মিরপুরে একটি ম্যাচ ছিল নিউজিল্যান্ডের। ভারতের বিপক্ষে সেই ম্যাচে খরুচে বোলিংয়ে ২ উইকেট নেন রবীন্দ্র। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হন, ২ রান করেই থামেন। সেই অভিজ্ঞতা যে একেবারেই কাজে আসবে না, তা জানা আছে রবীন্দ্রর। তাই প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরই গুরুর আসনে বসাচ্ছেন তিনি।