স্কটল্যান্ডের জয়ে ওমান ম্যাচ অগ্নি পরীক্ষা হলো বাংলাদেশের জন্য
সমীকরণটা জানাই ছিল, স্কটল্যান্ড জিতলে বাংলাদেশকে ওমানের বিপক্ষে জিততেই হবে। না হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। হিসাবটা তেমনই দাঁড়ালো। 'বি' গ্রুপে মঙ্গলবারের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনিকে (পিএনজি) হারিয়েছে স্কটিশরা। পরের ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় ওমানের মুখোমুখি হতে যাচ্ছেন সাকিব-মুশফিকরা।
মাসকাটের আল আমেরাতের ক্রিকেট গ্রাউন্ডে পিএনজিকে ১৭ রানে হারিয়েছে স্কটল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো টানা দুই ম্যাচে জিতল দলটি। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সুপার টুয়েলভের পথে অনেকটাই এগিয়ে রইলো তারা। পিএনজির পথ আরও কঠিন হলো। পরের ম্যাচে বাংলাদেশ জিতলে পিএনজির আশা বেঁচে থাকবে। ওমান জিতলে বিদায় নিতে হবে বাংলাদেশ ও পিএনজিকে।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে স্কটল্যান্ড। ম্যাথু ক্রস ও ম্যাচ সেরা রিচি বেরিংটনের দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটে ১৬৫ রান তোলে তারা। আরও বড় সংগ্রহ পেতে পারত তারা। কিন্তু শেষ দুই ওভারে ৬ উইকেট হারায় দলটি, রান তোলে ১৫। জবাবে শুরু থেকেই উইকেট হারানো পিএনজি নরমান ভানুয়ার ব্যাটে লড়াই করলেও তাতে লাভ হয়নি। ১৪৮ রানে অলআউট হয়ে যায় তারা।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় পিএনজি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন নরমান ভানুয়া। এ ছাড়া অধিনায়ক আসাদ ভালা ১৮, সেস বাউ ২৪ ও কিপলিন ডরগিয়া ১৮ রান করেন। বাকিদের কেউ-ই অঙ্কের রান করতে পারেননি। জশ ডেভি ৩.৩ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৪টি উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা রিচি বেরিংটন। ডানহাতি এই ব্যাটসম্যান ৪৯ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭০ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেন। এ ছাড়া ম্যাথু ক্রস ৪৫, জর্জ মানজি ১৫ ও ক্যালাম ম্যাকলেওড ১০ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। পিএনজির বাঁহাতি মিডিয়াম পেসার কোবুয়া মোরিয়া ৩১ রানে ৪টি উইকেট নেন। ডানহাতি পেসার চ্যাড সোপার ২৪ রানে ৩টি উইকেট নেন।