ওমানকে উড়িয়ে স্কটল্যান্ডের আরেকটি জয়
প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিং করেও লাভ হয়নি, বৃষ্টির পেটে চলে যায় ম্যাচটি। পরের ম্যাচে নামিবিয়াকে সহজেই হারায় স্কটল্যান্ড। ব্যাটে-বলের দারুণ ছন্দ ধরে রাখা দলটি তৃতীয় ম্যাচে প্রতিপক্ষকে রীতিমতো শাসন করলো। স্কটিশদের সামনে পাত্তাই পেল না ওমান। বড় জয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করলো স্কটল্যান্ড।
রোববার রাতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে 'বি' গ্রুপের ম্যাচে ওমানকে ৭ উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে এটা তাদের টানা দ্বিতীয় জয়। পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্ট ও দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে স্কটিশরা।
সুপার এইটে ওঠার সম্ভাবনা ভালোভাবেই বেঁচে থাকলো স্কটল্যান্ডের। দুই জয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। তাদের পরের দুই ম্যাচ স্কটল্যান্ড ও নামিবিয়ার বিপক্ষে। একটিতে জিতলেই অজিরা যাবে সুপার এইটে। দুই ম্যাচে এখনও জয়হীন ইংল্যান্ড। ওমান ও নামিবিয়াকে হারালেও তাদের পয়েন্ট হবে ৫, যা স্কটল্যান্ডের সমান। তাই শুধু জিতলেই হবে না, নেট রান রেটের সমীকরণও রাখতে হবে মাথায়।
টস জিতে আগে ব্যাটিং করতে নামে ওমান। দলটির ওপেনার ওপেনার প্রতীক আতাভালের হাফ সেঞ্চুরি ও আয়ান খানের চল্লিশোর্ধ্ব ইনিংসে ৭ উইকেটে ১৫০ রান তোলে ওমান। বাকিদের কেউ ২০ রানের গণ্ডিও পেরোতে পারেননি। জবাবে জর্জ মানজি ও ম্যাচসেরা ব্র্যান্ডন ম্যাকমালেনের খুনে ব্যাটিংয়ে ১৩.১ ওভারেই জয় তুলে নেয় স্কটল্যান্ড, ৪১ বল হাতে রেখে জেতে তারা।
লক্ষ্য তাড়ায় ৩টি উইকেট হারালেও বিন্দুমাত্র চাপ বুঝতে হয়নি স্কটল্যান্ডকে। নেমেই ঝড়তোলা মানজি ২০ ২টি চার ও ৪টি ছক্কায় ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ৩১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬১ রানের ঝলমলে ইনিংস খেলেও অপরাজিত থাকেন ম্যাকমালেন। মাইকেল জোন্স ১৬, অধিনায়ক রিচি বেরিংটন ১৩ ও ম্যাথু ক্রস অপরাজিত ১৫ রান করেন। ওমানের বিলাল খান, অধিনায়ক আকিব ইলিয়াস ও মেহরান খান একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা ওমানের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন প্রতীক। ডানহাতি উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ৪০ বলে ৫টি চার ও ২টি চক্কায় ৫৪ রান করেন। ৩৯ বলে ৪টি চারে ৪৪ রান করেন আয়ান। এ ছাড়া নাসিম ১০, ইলিয়াস ১৬ ও মেহরান ১৩ রান করেন। আয়ারল্যান্ডের সাফিয়ান শরিফ ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল, ক্রিস সোল ও ক্রিস গ্রিভস।