স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন ফ্রান্স
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর গল্প লেখাতেই যেন মজা খুঁজে পেয়েছে ফ্রান্স। নেশন্স লিগের ফাইনালের আগে সর্বশেষ ৮ আন্তর্জাতিক ম্যাচের ৭টিতেই প্রথমে গোল হজম করে বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু কোনো ম্যাচেই হারেনি তারা। আরও একবার লেখা হলো একই গল্প, ছড়ালো ফরাসি সৌরভ। স্পেনকে হারিয়ে নেশন্স লিগের দ্বিতীয় আসরের শিরোপা জিতল ফ্রান্স।
রোববার রাতে মিলানের সান সিরোয় অনুষ্ঠিত ফাইনালে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মিকেল ওইয়ারসাবাল গোল করে স্পেনকে বেশি সময় এগিয়ে রাখতে পারেননি। দুই মিনিট পরই অসাধারণ এক গোলে ফ্রান্সকে সমতায় ফেরান করিম বেনজেমা। ফরাসিদের হয়ে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।
নেশন্স লিগ জয়ে দারুণ একটি রেকর্ড গড়া হলো ফ্রান্সের। ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরোর পর নেশন্স লিগের শিরোপা ঘরে তুলল তারা। নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল।
নেশন্স লিগের ফাইনালে ফ্রান্স জয় পেলেও ম্যাচের পরিসংখ্যানের বিচারে সবাই স্পেনকেই এগিয়ে রাখবে। তাতে অবশ্য আফসোস হওয়ার কথা নয় ফ্রান্সের, শিরোপা তো তাদের হাতেই উঠেছে। বল দখল ও আক্রমণ সাজানোয় ফ্রান্সের চেয়ে এগিয়ে ছিল স্পেন।
বিশেষ করে বল দখলের লড়াইয়ে স্পেনের দাপটই ছিল আলাদা। ম্যাচে ৬৫ শতাংস সময় বল নিজেদের পায়ে রাখে তারা। গোলেমুখে স্পেন শট নেয় ১২টি, এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। মাত্র ৩৫ শতাংশ সময় বল দখলে রাখা ফ্রান্স গোলমুখে সমান ১২টি শট নেয়, এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে।
প্রথমার্ধে কোনো দলই আক্রমণে সেভাবে ছাপ রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে জমে লড়াই। ৬৪তম মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে নেন মিকেল ওইয়ারসাবাল। এর দুই মিনিট পরই ফ্রান্সকে সমতায় ফেরান বেনজেমা। ৮০তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।