স্বার্থের সংঘাতে পদ ছাড়লেন গাঙ্গুলী
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি তিনি। ছিলেন ইন্ডিয়ান সুপার লিগের দল মোহনবাগানের পরিচালকও। তবে স্বার্থের দ্বন্দ্ব এড়াতে মোহনবাগান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ এমনই খবর প্রকাশ করেছে। তাদের খবরে গাঙ্গুলীর মন্তব্য এভাবে দেওয়া হয়েছে, 'আমি মোহনবাগানের পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি।' স্বার্থের সংঘাত এড়াতেই বিসিসিআই সভাপতি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে খবরে বলা হয়েছে।
৭ হাজার ৯০ কোটি রুপিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে আরপিএসজি গ্রুপ। মোহনবাগানের মালিকানাতেও আছে এই কোম্পানিটি। আর সেই দলের পরিচালক পদে ছিলেন গাঙ্গুলী। তাই আরপিএসজি গ্রুপ লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনতেই গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের প্রশ্ন তোলা হয়। প্রশ্ন উঠতেই দেরি করলেন না তিনি, সরে দাঁড়ালেন পরিচালকের পদ থেকে।
আরপিএসজি গ্রুপ লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনার পর গাঙ্গুলীর পরিচালক পদ ছাড়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। এ নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন আরপিএসজি গ্রুপের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেছিলেন, 'আমি মনে করি তিনি মোহনবাগান থেকে পুরোপুরি সরে যাচ্ছেন। তবে এটা সৌরভের জন্য ঘোষণা করা ঠিক হবে। আগেই বলে দেওয়ার জন্য আমি দুঃখিত।'
২০২০ সালে মোহনবাগানের সঙ্গে 'এটিকে' সংযুক্ত পর তৈরি হয় 'এটিকে মোহনবাগান'। এটিকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ক্লাবের বোর্ড অফ ডিরেক্টরদের মধ্যে অন্যতম ছিলেন গাঙ্গুলী। কলকাতা গেমস অ্যান্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা গঠন করা হয়েছিল। সেই সংস্থার মালিক সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, উৎসব পারেখ এবং সৌরভ গাঙ্গুলী।
এর আগে দিল্লি ক্যাপিটালসের পরামর্শক হওয়ায় গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছিল। তখন তিনি একইসঙ্গে ক্রিকেট ওয়েস্ট বেঙ্গলের (সিএবি) প্রেসিডেন্ট ছিলেন। পরে সেখান থেকেও সরে দাঁড়ান তিনি।