‘আমি তো খুশি হব চ্যাম্পিয়ন হলেই’
বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ ক্রিকেট দল? এই প্রশ্নের উত্তরে নানা জনের নানা মত। কেউ কেউ এবার অপার সম্ভাবনা দেখছেন, কেউ বা আবার বাস্তবতার নিরিখে সামান্যই প্রত্যাশা রাখছেন। জাতীয় দলের সাবেক স্পিনার ও বর্তমান বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক অবশ্য সর্বোচ্চটা আশা করছেন। এও জানিয়েছেন, কেবল চ্যাম্পিয়ন হলেই খুশি হবেন তিনি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশকে শক্তিশালী দল বিবেচনা করা হয় না। উল্টো গায়ে আছে, 'দুর্বল' দলের ট্যাগ। যদিও গত কয়েক মাসে এই ফরম্যাটে বাংলাদেশ ছিল স্বপ্নের ছন্দে। জিম্বাবুয়েতে সিরিজ জিতে আসার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ।
যে দুই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে একটি জয়ই ছিল সোনার হরিণ, সেই দুই দলের বিপক্ষেই সিরিজ জয়। সেটাও আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের কিছুদিন আগে। উইকেটের আলোচনা বাদ দিলে জয়ের অভ্যাস তৈরি করে নেওয়া বাংলাদেশের প্রস্তুতি মন্দ হয়নি। এটাই হয়তো আশাবাদী করে তুলছে বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি টি-টোয়েন্টি খেলা রাজ্জাককে।
যদিও বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার প্রশ্নে পরিষ্কার করে কিছু বলেননি ২৭৯টি আন্তর্জাতিক উইকেটের মালিক। রাজ্জাক বলেন, 'সম্ভাব্য সেরা দলই যাচ্ছে। আশা করব যেন ভালো ফলাফল হয়। অমুক অবস্থানে দলকে দেখতে চাই- এভাবে বলা ঠিক হবে না। ভালোর শেষ নেই। আমি তো খুশি হব চ্যাম্পিয়ন হলেই। আমি নিশ্চিত, সবাই তাতেই খুশি হবেন। আমি চাইব বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।'
জিম্বাবুয়ে সফর থেকে জয়ের ধারায় বাংলাদেশ। একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজ জেতার পর টি-টোয়েন্টিতেও দাপট দেখায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতা স্বাগতিকরা নিউজিল্যান্ডকে হারায় ৩-২ ব্যবধানে।
প্রথম পর্ব দিয়ে আগামী ১৭ অক্টোবর ওমানে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। এই পর্বে প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ আছে, প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের পরের দুই প্রতিপক্ষ স্বাগিতক ওমান ও পাপুয়া নিউগিনি। ওমানে অনুশীলন ক্যাম্প ও দুবাইতে প্রস্তুতি ম্যাচ খেলতে আগেই সেখানে যাচ্ছে বাংলাদেশ। রোববার রাত সাড়ে ১০টায় ওমানের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।