‘টেলিভিশনে হিন্দুদের কাছে ক্ষমা চাওয়া উচিত ওয়াকারের’
ক্রিকেট ম্যাচের বিশ্লেষণের সময় ধর্মকে টেনে চরম সমালোচিত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। 'হিন্দুদের সামনে নামাজ পড়া' এমন মন্তব্য করে ক্ষমাও চেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। ওই সময়ের উত্তেজনায় ভুল করে এমন মন্তব্য করে ফেলেছেন বলে জানান ওয়াকার।
টুইটে পাকিস্তানের সাবেক এই কোচ লিখেছিলেন, 'মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু একটা বলেছিলাম, যা অনেকের অনুভূতিকে আহত করেছে। আমার উদ্দেশ্য তা ছিল না। এটির জন্য আমি ক্ষমা চাইছি। মোটেও এটি ইচ্ছাকৃত ছিল না, সত্যিকারের ভুল ছিল। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে খেলাধুলা।'
এরপরও থামছে না সমালোচনা। টেলিভিশনে ওয়াকারের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ও ১৮টি ওয়ানডে খেলা সাবেক এই লেগ স্পিনার চরম হতাশা প্রকাশ করে জানান, টেলিভিশনে করা মন্তব্যের জন্য ওয়াকারের টেলিভিশনেই ক্ষমা চাওয়া উচিত।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেছেন কানেরিয়া। তিনিও যে হিন্দু সম্প্রদায়ের, সেটা মনে করিয়ে কানেরিয়া বলেন, 'ক্রিকেট ম্যাচে ধর্ম কীভাবে চলে এলো। পাকিস্তানে যেসব হিন্দু আছেন, তাদের হৃদয় ভেঙে দিয়েছেন আপনি। দুনিয়ায় অনেক হিন্দু আছেন, এর মধ্যে আপনার ভক্তও আছেন; তাদের হৃদয় ভেঙেছেন, তাদের অনুভূতিতে আঘাত করেছেন। আপনার কথায় খুব কষ্ট পেয়েছি, কারণ আমি একজন হিন্দু। হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি আমি।'
কানেরিয়া তার ভিডিওতে আর বলেন, 'এমন কথা বলা উচিত হয়নি। ক্রিকেট নিয়ে কথা বললে সেখানেই থাকা উচিত। এর সাথে ধর্মকে মেলানো ঠিক নয়। আজান হয়, নামাজ চলে; আমরা এটাকে সম্মান করি। এটা সবার অধিকার। আমরা পূজা করি, এটা আমাদের অধিকার। আপনার মতো কারও কাছ থেকে এমন মন্তব্য অবিশ্বাস্য। আপনি টুইটারে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু উইকি ভাই (ওয়াকার) টেলিভিশনে যেহেতু মন্তব্য করেছেন, টেলিভিশনে আপনার ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তান এবং পুরো বিশ্ব যতো হিন্দু আছে, সবার কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পানি পানের বিরতির সময় মাঠেই নামাজ পড়েন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ম্যাচের পর এআরওয়াই নিউজ চ্যানেলে শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রিজওয়ানের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে ওয়াকার এক পর্যায়ে বলেন, 'সবচেয়ে ভালো ব্যাপার যা রিজওয়ান করেছে, সে মাঠে নামাজ পড়েছে, হিন্দুদের সামনে দাঁড়িয়ে। সেটা ছিল সত্যিই খুব স্পেশাল কিছু।'