‘তোমার থেকে বড় সুপারস্টার আর কেউ ছিল না’
ফুটবলে দল সমর্থন করার কথা জানতে চাইলেই মাশরাফি বিন মুর্তজা বলেন, 'দল বুঝি না, আমি ম্যারাডোনার ভক্ত।' ফুটবল ঈশ্বরের খেলা দেখেই আর্জেন্টিনার জন্য ভালোবাসা জন্মায় বাংলাদেশের সাবেক এই ওয়ানডে অধিনায়কের। যার জন্য এতো ভালোবাসা, সেই ম্যারাডোনার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে মাশরাফিকে।
প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। মাশরাফি তার পোস্টে লিখেছেন, 'তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলো না, আর আসবেও না। তোমার বা পায়ের আঁকা নিখুদ গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ওপারে ভালো থেকো জাদুকর, দ্য ড্রিবলিং মাস্টার দিয়াগো আরমান্দো মারাদোনা।'
৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনার প্রয়াণে শোকাহত সাকিব আল হাসানও। বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, 'এমন কিছু খেলোয়াড় থাকে যাদের জনপ্রিয়তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায়। যারা সব প্রজন্মের কাছে কিংবদন্তি হয়ে উঠেন। দিয়েগো আরমান্দো ম্যারাডোনা এমনই একজন খেলোয়াড় ছিলেন।'
সাকিব তার পোস্টে আরও লিখেছেন, 'খেলার মাঠে তার অবিশ্বাস্য প্রতিভা আর ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই নয়। খেলার মাঠে তিনি সব সময়ই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। তার মতো কিংবদন্তি খেলোয়াড় ছিল বলেই ফুটবল আমাদের এতো আনন্দ দেয়। বিদায়, দিয়েগো!'
দুই সপ্তাহ আগে ব্রেইন স্ট্রোকের শিকার হন ম্যারাডোনা। ওই সময় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি নিজ বাসভবনেই ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। বুধবার (২৫ নভেম্বর) নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় বিশ্ব ফুটবলের এই মহানায়কের।