‘সর্বসম্মতিক্রমে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়’ পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রমিজ রাজা সোমবার "সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়" পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
লাহোরের পিসিবির বোর্ড অব গভর্নরসের একটি বিশেষ সভায় রাজাকে এই ক্রিকেট বোর্ডের ৩৬তম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি শেখ আজমত সাইদ নির্বাচন পরিচালনা করেন এবং এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন।
পিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বোর্ডের অন্য সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে রাজা বলেন, "পিসিবির চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। মাঠে এবং মাঠের বাইরে পাকিস্তান ক্রিকেটকে ক্রমাগত সমৃদ্ধ ও শক্তিশালী করতে আপনাদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।
"আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলে আবারও সেই সংস্কৃতি, মানসিকতা, মনোভাব ও দৃষ্টিভঙ্গি ফিরিয়ে আনা যা একসময় পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে ভীতিকর ক্রিকেটীয় রাষ্ট্রগুলোর একটিতে পরিণত করেছিল।
"সংগঠন হিসাবে এখন আমাদের সবাইকে জাতীয় দলের পাশে গিয়ে দাঁড়াতে হবে। এবং ভক্তরা তাদের কাছ থেকে যেই ব্র্যান্ডের ক্রিকেট প্রত্যাশা করে সেই ব্র্যান্ডের ক্রিকেট উপহার দিতে তাদের যেসব কাঙ্ক্ষিত সহায়তা প্রয়োজন, সেগুলোর ব্যবস্থা করতে হবে।
"একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমার আরেকটি অগ্রাধিকার হবে আমাদের অতীত এবং বর্তমান ক্রিকেটারদের কল্যাণের দিকে নজর রাখা। এই খেলাটি সবসময় ক্রিকেটারদেরই ছিল, এবং থাকবে। যে কারণে, অভিভাবক প্রতিষ্ঠানের কাছ থেকে আরও স্বীকৃতি ও সম্মান পাওয়ার দাবি রাখেন তারা।"
নবনির্বাচিত পিসিবি চেয়ারম্যান আজ (সোমবার) সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। চেয়ারম্যান হিসেবে রাজা স্থলাভিষিক্ত হচ্ছেন এহসান মানির, যিনি গত মাসে তার তিন বছরের মেয়াদ শেষ করেছেন।
চেয়ারম্যান পদে রাজা এবং আসাদ আলী খান, এই দুই প্রার্থীকে মনোনয়ন দিয়েছিলেন পিসিবি'র প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী ইমরান খান।
বিরোধী দলে থাকাকালে প্রধানমন্ত্রীর মনোনয়নে পিসিবি চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, এই নীতির ঘোর বিরোধী ছিলেন ইমরান খান। কিন্তু ক্ষমতায় এসে তিনিই নিজ হাতে মানিকে মনোনয়ন দিয়েছিলেন, এবং আসাদ ও রমিজকে বেছে নিয়ে এবারও একই নীতি অনুসরণ করলেন।
- সূত্র: ডন