সমালোচনার মুখে সালমান বাটকে দায়িত্ব থেকে সরিয়ে দিল পিসিবি
পাকিস্তান ক্রিকেটের চিরন্তন চলতে থাকা নাটকের ধারা অব্যহত আছে বিশ্বকাপের পরেও। ভারতে ব্যর্থতার পর বোর্ড ও দলের পরিচালনা করা ব্যক্তিদের মধ্যে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। কিন্তু সেখানেও যেন নাটকের কমতি নেই।
প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়া ওয়াহাব রিয়াজকে সাহায্য করার জন্য পরামর্শক হিসেবে মাত্র দুদিন আগেই দায়িত্ব দেওয়া হয়েছিল সালমান বাটকে। কিন্তু ২৪ ঘন্টা পেরোতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াহাব রিয়াজ।
সালমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রিয়াজের একান্তই নিজের বলেই জানিয়েছেন তিনি। এর পেছনে রিয়াজ ভূমিকা দেখছেন বাইরের কোলাহলের, 'আমাকে আর তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার শুরু হয়েছে। আমি সালমানের সঙ্গে কথা বলছি এবং জানিয়েছি সে আমার দলের অংশ হতে পারবে না।'
এর আগে পরামর্শক প্যানেলটি ঘোষণার পর থেকেই পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় শুরু হয়। যার মূল কারণ, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের মতো পরামর্শক তিনজনও পাঞ্জাব অঞ্চলের। ফলে তারা দল নির্বাচনের সময় স্বজনপ্রীতি করতে পারেন বলে গুঞ্জন শুরু হয়।
এছাড়াও আগে থেকেই পাঞ্জাব অঞ্চল ক্রিকেটে খুবই প্রভাবশালী। সেইসঙ্গে ওয়াহাব রিয়াজ পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীও।