ভারতীয় দর্শকদের আচরণে ক্ষুব্ধ হয়ে আইসিসিকে অভিযোগ পিসিবির
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপে টানা অষ্টম ম্যাচ হেরেছে পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে একপেশে লড়াইয়ে বাবর আজমের দলকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
হারের যন্ত্রণা তো আছেই, সঙ্গে যোগ হয়েছে ভারতীয় দর্শকদের ব্যঙ্গ-বিদ্রূপ। যা সীমা অতিক্রম করায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকটি ঘটনাকে তাদের অভিযোগে লিপিবদ্ধ করেছে। যার মধ্যে রয়েছে, বাবর আজমকে ভারতীয় দর্শকদের দুয়ো দেওয়া। মোহাম্মদ রিজওয়ানকে সামনে পেয়ে 'জয় শ্রীরাম' বলে স্লোগান দেওয়া। হাসান আলীর দিকেও একই স্লোগান দিতে দেখা যায় ভারতের সমর্থকদের।
এমনিতেই আগে থেকে ভিসা জটিলতায় পাকিস্তানি দর্শকরা ভারতে ঢুকতে পারছেন না। আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে হাতেগোনা কয়েকজন পাকিস্তানি সমর্থক দেখা গেছে।
তার ওপর ভারতীয় দর্শকদের এমন কটুক্তি ও ব্যঙ্গ-বিদ্রূপ বাবর আজমের দলের জন্য খেলায় মনোযোগের বিঘ্ন ঘটিয়েছে। সব মিলিয়েই পিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে অভিযোগ হস্তান্তর করা হয়েছে।