গায়ানা থেকে ঈদ শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
জাতীয় দলের সফর থাকায় ক্রিকেটারদের প্রায়ই দেশের বাইরে ঈদ করতে হয়। এবারও তেমনই হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আছে বাংলাদেশ দল। ওয়ানডে দলের ঈদ কেটেছে সেখানেই। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে থাকায় শনিবার ঈদ উদযাপন করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজরা।
ঈদের দিন গায়ানাতে অনুশীলনও ছিল জাতীয় দলের। যদিও বৃষ্টির কারণে অনুশীলনে বিঘ্নিত হয়। প্রথম ওয়ানডের আগে তাই সেভাবে অনুশীলন সারতে পারেনি তামিম ইকবালের দল। আজ রাত সাড়ে সাতটায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
শনিবার কুইন্সটাউনের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ পড়েন ক্রিকেটাররা। রাতে এক সঙ্গে খাবার খান তারা। পরের দিন যখন মাঠে নামার অপেক্ষায় ক্রিকেটাররা, তখন দেশে ঈদ উদযাপন হচ্ছে। সেখান থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন শরিফুল-ফুস্তাফিজরা।
দেশের সবাই যেন পরিবারের সঙ্গে আনন্দে ঈদ উদযাপন করতে পারেন, এই প্রত্যাশা ক্রিকেটারদের। বিসিবির এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ বলেন, 'সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, সবাই পরিবারের সঙ্গে ভালোভাবে ঈদের সময় কাটান এবং ঈদের আনন্দ আমরা সবার সঙ্গে ভাগাভাগি করি।'
তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বলেছেন, 'সবাইকে ঈদ মোবারক। সবাই সুস্থ থেকে পরিবারের সঙ্গে ঈদ পালন করুন, এটাই আমাদের চাওয়া।' মুস্তাফিজও একই প্রত্যাশার কথা জানান। তারকা এই পেসার বলেন, 'সবাইকে ঈদ মোবারক, সবাই পরিবার নিয়ে ঈদ উদযাপন করুন, এই আশা করি।'
দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে ফরম্যাট এবার ওয়ানডে হওয়ায় ভালো কিছুর আশায় সফরকারীরা। প্রথম ওয়ানডে জিতেই সফরে প্রথম জয়ের স্বাদ নিতে চায় তারা।