আঙুলে অস্ত্রোপচার করাতেই হচ্ছে সোহানকে
প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেয়ে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু প্রথম অভিজ্ঞতাটা ভালো যায়নি তার। নিজের ব্যাটিং ও নেতৃত্বের কাজটি ভালোভাবে পালন করলেও দুর্ভাগ্য হয়ে আসে চোট। দুটি টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরে আসতে হয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে। এবার তার আঙুলে আস্ত্রোপচারও করাতে হচ্ছে।
বাঁ হাতের তর্জনির চোটে ছিটকে যাওয়ার সময় বিসিবির পক্ষ থেকে জানানো হয়, চোট কাটিয়ে উঠতে তিন থেকে চার সপ্তহ সময় লাগবে সোহানের। এর কদিন পরে জানানো হয় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে তাকে। সেখানকার চিকিৎসক দেখার পর জানাবেন সোহানের আঙুলে অস্ত্রোপচার লাগবে কিনা।
উন্নত চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুরে যান সোহান। আজ চিকিৎসককে নিজের আঙুল দেখিয়েছেন তিনি। দেখার পর অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক, সেখানেই হবে তার অস্ত্রোপচার। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন সোজান নিজেই।
অস্ত্রোপচার করালে ফিট হতে কতোদিন লাগবে, এশিয়া কাপে খেলা যাবে কিনা; এ ব্যাপারে আপাতত কিছু জানাননি তিনি। সোহান বলেন, 'গতকাল সিঙ্গাপুরে এসে আজ ডাক্তারকে দেখিয়েছি। দেখানোর পর চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন, এখানেই করাচ্ছি। রিকভারির গতির ওপর নির্ভর করবে কতদিন সময় লাগবে। ডাক্তার তিন-চার সপ্তাহের কথা বলেছেন। ২২ আগস্ট একটা এক্স-রে করাতে হবে, এরপর অবস্থা বোঝা যাবে।'
অস্ত্রোপচার করানোয় আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে সোহানের খেলা নিয়ে শঙ্কা তৈরি হলো। কারণ এর আগে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, খেলতে হলে এশিয়া কাপ শুরুর এক সপ্তাহ আগে ফিট হয়ে উঠতে হবে তাকে।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ হাতের তর্জনিতে চোট পান সোহান। ডানহাতি পেসার হাসান মাহমুদের বলে কিপিং করার সময় চোট পান তিনি। পরে তার আঙুল এক্স-রে করা হয়, রিপোর্টে চিড় ধরা পড়ে। বিসিবির ফিজিও জানান, এ ধরনের চোট কাটিয়ে উঠতে তিন-চার সপ্তাহ লেগে যায়। তবে অস্ত্রোপচার করানোয় ফিট হয়ে উঠতে সোহানের আরও বেশি সময় লাগতে পারে।