এশিয়া কাপে হাসান মাহমুদকে নিয়ে শঙ্কা
অন্য ক্রিকেটারের তুলনায় পেসাররা একটু বেশি ইনজুরিপ্রবণ হন। প্রায়ই চোটে পড়তে দেখা যায় তাদের। এদের মধ্যে হাসান মাহমুদ যেন আরও বেশি ইনজুরিপ্রবণ। চোট কাটিয়ে দীর্ঘদিন পরে বাংলাদেশ দলে ফেরা ডানহাতি তরুণ এই পেসার কয়েকটি ম্যাচ খেলতে না খেলতেই আবার চোটে পড়েছেন। যে চোটে শঙ্কায় পড়ে গেছে তার এশিয়া কাপ ভাগ্য।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। শনিবার থেকে শুরু হওয়া অনুশীলনে যোগ দিয়েছেন স্কোয়াডে থাকা হাসান। কিন্তু প্রথম দিনই গোড়ালির চোটে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তাকে দুই দিনের বিশ্রাম দেওয়া হয়েছে।
এশিয়া কাপে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ, গোড়ালির চোট কাটিয়ে উঠতে যে সময়ের দরকার, সেটা হাসানের নেই। সাত দিন পরই শুরু এশিয়া কাপ। আসরে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়বে ২৩ আগস্ট। দলের সঙ্গে যেতে হলে এর মধ্যেই তার চোটের উন্নতি হতে হবে।
অবশ্য আশার কথা শুনিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি জানিয়েছেন, চোটের পাওয়ার পরপরই হাসানের গোড়ালিতে এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। তবে ফোলা না কমায় হাসানকে দুই দিনের বিশ্রাম দেওয়া হয়েছে। ফোলা না কমলে দুই দিন পর তার গোড়ালি এমআরআই করানো হবে। এরপর জানা যাবে হাসান এশিয়া কাপে খেলতে পারবেন কিনা।
এ বিষয়ে দেবাশিষ চৌধুরী বলেন, 'আজ অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পেয়েছে হাসান। আমরা এক্স-রের রিপোর্ট পেয়েছি। রিপোর্ট ভালো এসেছে। গোড়ালিতে ফোলা কমেনি। দুই দিন সে বিশ্রামে থাকবে। ফোলা না কমলে দুই দিন পর আমরা এমআরই করাব। এরপরেই নিশ্চিত হতে পারব সে এশিয়া কাপে খেলবে কি খেলবে না।'
হাসানের বিষয়ে বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, 'হাসান চোট পেয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। ছেলেটা যখনই একটা ছন্দে আসে, তখনই ইনজুরিতে পরে। সত্যি এটা আমাদের জন্য দুঃখের। তবে আশা করি সে দ্রুতই ফিরে আসবে। এশিয়া কাপে ও খেলবে কিনা, এটা এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়নি। তবে মনে হচ্ছে সে এশিয়া কাপের প্রথম রাউন্ড মিস করতে পারে।'
গতি ও বৈচিত্র্য দিয়ে নজর কেড়েছিলেন হাসান। সম্ভাবনাময় এ পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন প্রায় প্রত্যেকেই। ডানহাতি পেসারের শক্তির জায়গা গতি। বঙ্গবন্ধু বিপিএলে ১৩৫ থেকে ১৪০ গতিতে ধারাবাহিক বোলিং করেছেন তিনি। কখনও কখনও গতি বাড়িয়েছেন, আবার কমিয়ে করেছেন। গতিতে নিয়ন্ত্রণ আছে হাসানের। সঙ্গে বাড়তি যোগ করেছেন বৈচিত্র্য। নতুন কিংবা পুরোনো বলে করাতে পারেন সুইং।
২০২১ সালে ওয়ানডে, টি-টোয়েন্টি অভিষেক হয় ২২ বছর বয়সী এ তরুণের। দুর্ভাগ্যক্রমে ইনজুরিতে পড়ে গত বছর মার্চে ওয়ানডে সিরিজের পর পরই নিউজিল্যান্ড থেকে দেশে ফিরতে হয় হাসানকে। কয়েক মাস আগে লন্ডনে তার মেরুদণ্ডে চিড় ধরা পড়ে। এই চোট কাটিয়ে প্রায় দেড় বছর পর জিম্বাবুয়ে সফর দিয়ে দলে ফেরেন হাসান। দুই টি-টোয়েন্টি ও দুই ওয়ানডে খেলা তরুণ এই পেসার ৪ ম্যাচে নেন ৬ উইকেট। এবার যখন এশিয়া কাপে দৃষ্টি তার, তখনই অনিশ্চয়তায় পড়ে যেতে হলো তাকে।