গ্যালারিতে তাণ্ডব ঘটিয়ে ৩৯১ আফগান সমর্থক গ্রেপ্তার
ম্যাচ হেরে যেন বিগড়ে গিয়েছিল আফগানিস্তানের সমর্থকরা। এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর পাকিস্তানি সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ায় তারা। এই অভিযোগে ৩৯১ জন আফগান সমর্থককে গ্রেফতার করেছে আরব আমিরাত পুলিশ।
বিভিন্ন ভিডিওর সূত্র ধরে শারজাহ স্টেডিয়ামের ক্ষতিসাধন ও সংঘর্ষে জড়ানোর অপরাধে ৯৭ আফগানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আরব আমিরাতের বিভিন্ন জায়গায় পাকিস্তানিদের ওপর হামলা করার অভিযোগে গ্রেপ্তার করা হয় আরও ১১৭ জন আফগানকে।
সব মিলিয়ে ৩৯১ জন আফগানিস্তানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাদের তিন হাজার দিরহাম (৭৭ হাজার টাকার বেশি) জরিমানা করেছে আমিরাত পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক উইকেটে হেরে যায় আফগানিস্তান। ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের উপর চড়াও হয় আফগানরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে গ্যালারির চেয়ার তুলে পাকিস্তানি সমর্থকদের দিকে ছুঁড়ে মারছেন আফগান সমর্থকরা। অনেক পাকিস্তানিকে চেয়ার দিয়ে পিঠে আঘাতও করেন আফগানরা।
পানির বোতলও ছুঁড়ে মারে আফগান সমর্থকরা। পরে আক্রমণাত্মক হয়ে উঠে পাকিস্তানের সমর্থকরাও। গ্যালারিতে বেশ কিছুক্ষণ চলে সংঘর্ষ। পরে আইন শৃঙ্খলাবাহিনী দুই দেশের সমর্থকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
জিতলেই ফাইনালে পাকিস্তান; মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে সমীকরণ ছিল এমন। আর ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প ছিল না আফগানদের। ম্যাচটি হেরে এশিয়া কাপ থেকে বিদায় নেয় তারা। শ্রীলঙ্কাকে সঙ্গী করে ফাইনালে ওঠে পাকিস্তান। ১১ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে দুবাইয়ে মুখোমুখি হবে দল দুটি।