টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও পাকিস্তানের মেন্টর হেইডেন
দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের মেন্টর বা পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া কিংবদন্তী অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেনকে। এর আগে ২০২১ সালেও পাকিস্তান দলের মেন্টরের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) ম্যাথু হেইডেনের মেন্টর হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা গেছে, নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের পর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান দলের সাথে যোগ দেবেন হেইডেন।
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিল পাকিস্তান। একে একে তারা হারিয়েছিল ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। কিন্তু গতবারের পারফরমেন্সের কারণেই এবারও পাকিস্তান দলের সাথে থাকছেন ম্যাথু হেইডেন।
চলমান এশিয়া কাপে পাকিস্তানের দুর্দান্ত পারফরমেন্স দেখে আশাবাদী হেইডেন তার পুরনো শিষ্যদের কাছে ফেরা সম্পর্কে বলেন, "আসছে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি মেন'স টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি পাকিস্তান দলের সাথে আছি তাদের মেন্টর হিসেবে। তাদের ক্রিকেট সংস্কৃতিতে যোগ দিতে এবং তাদের 'ওয়ান ন্যাশন ওয়ান প্যাশন' চেতনার সাথে একাত্মতা অনুভব করতে আমি মুখিয়ে আছি।"
হেইডেন আরও বলেন, "আমি দেখেছি এসিসি টি-টোয়েন্টি এশিয়া কাপে পাকিস্তান কেমন পারফর্ম করছে এবং রোববার ভারতের বিপক্ষে তাদের জয়টা ছিল অসাধারণ। আমি মনে করি, অস্ট্রেলিয়ায় সেরা হওয়ার জন্য ব্যাটিং ও বোলিং, উভয় দিকে থেকেই যা যা ক্ষমতা থাকা দরকার, পাকিস্তানের সেটা আছে। আমি মনে করি এই দলটিতে ভারসাম্য রয়েছে এবং আমি নিশ্চিত যে গতবছর সংযুক্ত আরব আমিরাতের মতো এই বিশ্বকাপেও তারা আলো ছড়াবে।"
সূত্র: আইসিসি