নিউজিল্যান্ড যাওয়ার আগে বিদেশে বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে একটু আগেভাগেই নিউজিল্যান্ডে দল পাঠানোর পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। চলতি মাসের শেষ দিকে নিউজল্যিান্ডে গিয়ে ক্যাম্প করার ইচ্ছা ছিল বাংলাদেশের। কিন্তু ক্রিকেট নিউজিল্যান্ড থেকে ইতিবাচক সাড়া না মেলায় বিসিবি এখন অন্য চিন্তায়। ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার আগে দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনায় বিসিবি। এমনই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে ম্যাচ আবহে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। তিনদিনের ক্যাম্পের প্রথম দিনে বৃষ্টি বাগড়া থাকলেও ম্যাচ আবহে দীর্ঘক্ষণ অনুশীলন চলে। দ্বিতীয় দিনের অনুশীলন দেখতে মাঠে আসেন নাজমুল হাসান। কিন্তু এদিন বৃষ্টির কারণে অনুশীলনই হয়নি। ইনডোর ও জিমে সময় কাটে ক্রিকেটারদের। তিনদিনের ক্যাম্পের শেষ দিন বুধবার। আবহাওয়া ঠিক থাকলে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলবে বাংলাদেশের প্রস্তুতি।
তিন দিনের ক্যাম্পে পর্যাপ্ত প্রস্তুতি সম্ভব নয়। সেখানে বৈরী আবহাওয়ার কারণে তিনদিনও পূর্ণ হচ্ছে না ক্যাম্পের। সব মিলিয়ে তাই বিদেশের মাটিতে ক্যাম্প করার পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। নাজমুল হাসান বলেন, 'মূলত আমাদের এখানে তিন দিনের ক্যাম্প করার কথা ছিল, আমি জানতাম। এখন যেটা দেখা যাচ্ছে, ওরা বললো ওরা করতে পারছে না। যে পরিকল্পনাগুলো ছিল, একটাও করতে পারছে না এবং দুয়েকদিনের মধ্যে ঠিক হবে বলেও মনে হচ্ছে না।'
'এটা নিয়ে আমরা বসেছিলাম। বিকল্প একটা ব্যবস্থা করছি, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা অন্য কোনো জায়গায় (অন্য কোনো দেশে) গিয়ে অনুশীলন করতে পারি কিনা। ওরা তিন চারদিন অন্য কোনো জায়গায় গিয়ে খেলতে চায়। যেহেতু সামনে বিশ্বকাপ, তার আগে ত্রিদেশীয় সিরিজ আছে। ওখানে গিয়েও যে করতে পারবে, তারও সুযোগ নেই। দুই তারিখ গিয়ে পৌঁছাবে, তিন তারিখ তো বিশ্রাম দিতেই হবে, এতো বড় জার্নি। শুধু চার পাঁচ পাবে, ছয় তারিখ ঐচ্ছিক থাকবে।' যোগ করেন পাপন।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি শ্রীধরন যেন ক্রিকেটারদের চিনে নিতে পারেন, সে কারণেই এই ক্যাম্প। বিসিবি সভাপতি বলেন, 'আমাদের যে টেকনিক্যাল কনসালট্যান্ট আছেন, সে অনেক খেলোয়াড়কে চেনেই না। কারো খেলাও দেখেনি। তার বোঝার জন্য সুবিধা হতো যে কম্বিনেশন কী হওয়া উচিত। কিন্তু এটাই সে পারছে না এখানে। তাই এটা নিয়ে আলাপ হলো আজ, একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা জায়গা খুঁজছি, শিগগিরই অন্য কোনো জায়গায় গিয়ে অনুশীলন করতে পারি কিনা।'
বিসিবি সভাপতি জানান, বিদেশের মাটিতে ক্যাম্প করতে আগামী ২৪-২৫ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারে বাংলাদেশ। তবে কোথায় ক্যাম্প হতে পারে, সেটা জানাননি তিনি। বিসিবি সূত্রে জানা গেছে, ক্যাম্পের জন্য সিঙ্গাপুর বা সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবা হচ্ছে। ক্যাম্প শেষে ওখান থেকেই ২ অক্টোবর নিউজিল্যান্ড যাবে সাকিববাহিনী। বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ৭ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।