বাংলাদেশের কাছে হেরে পদত্যাগ করলেন নেপালের কোচ
বাংলাদেশের বিপক্ষে ঝলমলে রেকর্ড ছিল নেপালের। আগের আটবারের সাক্ষাতে একবারও হারেনি তারা। সাফেও বাংলাদেশের চেয়ে অনেক দাপুটে নেপাল। এ ছাড়া এবার ঘরের মাঠে খেলা, চেনা দর্শক; সব মিলিয়ে শিরোপায় চোখ দিয়ে রেখেছিল নেপাল। কিন্তু বাংলাদেশের অদম্য মেয়েদের সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি তারা। ৩-১ গোলের জয়ে প্রথমবারের চ্যাম্পিয়নের মুকুট জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে হারের ব্যর্থতায় পদত্যাগ করেছেন নেপাল নারী দলের কোচ কুমার থাপা। দলকে শিরোপা এনে দিতে না পারায় পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। সাফল্য না পেলে সামনে এগোনোর মানে দেখেন না তিনি।
রেকর্ড, কন্ডিশন সবই পক্ষে ছিল। এরপরও দলকে শিরোপা না জেতাতে পেরে হতাশ থাপা। কোচের পদ ছাড়ার ঘোষণায় তিনি বলেন, 'আমি নেপাল জাতীয় নারী দলের কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছি। যদি কেউ সাফল্য না পায়, তাহলে আর সামনে এগোনো উচিত নয়। তখন অন্যদের সুযোগ করে দেওয়া উচিত। আমি সেই কাজটিই করছি।'
সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেও শিরোপা জিততে পারেননি জানিয়ে নেপালের ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চান থাপা। তিনি বলেন, 'যে কথা দিয়েছিলাম, সেটা রাখতে না পারায় নেপালের সমর্থকদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছি।'
মেয়েদের সাফে টানা কয়েকটি আসরে ফাইনাল খেলেও শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি নেপাল। প্রতিবারই ভারতের বিপক্ষে হেরেছে তারা। এবার তাদের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের বিপক্ষে। সোমবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন কৃষ্ণা রানি সরকার, একটি গোল করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন বাসনেত।