‘দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল’
টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে গেছে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে আগামী ৭ অক্টোবর শুরু হবে সিরিজটি। এই সিরিজের পর দেশে না ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সরাসরি অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ। সিরিজ ও বিশ্বকাপের মাঝে সময় না থাকায় এমন সিদ্ধান্ত বিসিবির।
বিশ্বকাপের মতো বড় আসরে অংশ নেওয়ার আগে দেশে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলে থাকেন সব দেশেরই অধিনায়ক, কোচরা। বিশ্বকাপের জার্সিতে হয় ফটো সেশন। বাংলাদেশও এই রীতি মেনে আসছে অনেকদিন ধরেই। কিন্তু এবার এর কোনোটিই করেনি বিসিবি।
সেটার অবশ্য সুযোগও ছিল না। কারণ অধিনায়ক ছাড়া দুটি ব্যাপারই অসম্পূর্ণ থেকে যেতো। সাকিব আল হাসান দলের সঙ্গে দেশ ছাড়েননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমেরিকা হয়ে নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।
ফটো সেশনের মতো হয়নি সংবাদ সম্মেলনও, তাই নিজেদের লক্ষ্য-পরিকল্পনাও জানানো হয়নি দলের। বিসিবির এমন আচরণকে অপেশাদার বলে মনে করেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। তার মতে, দেশের মানুষ জানতেই পারলো না বাংলাদেশ দলের লক্ষ্য কী বিশ্বকাপে।
আইসিসির ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত বুলবুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেও দেশ ছেড়েছে বাংলাদেশ।'
'কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড় কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।' লিখেছেন বুলবুল।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারদের জন্য খারাপ লাগছে বুলবুলের। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান লিখেছেন, 'বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটো সেশনের সুযোগ ছিল, যে ফটো সেশন বিশ্বকাপ যাত্রারই একটা বড় অংশ; সেটার অংশ তারা হতে পারলো না।'
সংবাদ সম্মেলন, ফটো সেশন না হওয়ায় বিরক্তি প্রকাশ করলেও বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন বুলবুল। মাঠের বাইরের এসব নিয়ে না ভেবে ক্রিকেটাররা লড়াকু মানসিকতা নিয়ে খেলবেন বলে আশাবাদী তিনি। বুলবুলের ভাষায়, 'তারপরও বলবো মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা…।'