ম্যারাডোনার সম্মানে 'ম্যাচ ফর পিস' খেলবেন লিওনেল মেসি
আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার সম্মানে 'ম্যাচ ফর পিস' শীর্ষক ফুটবল ম্যাচ খেলবেন লিওনেল মেসিসহ একঝাঁক তারকা ফুটবলার। আগামী ১৪ নভেম্বর ইতালির রোমে এই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে সোমবার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।
সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো, ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলার জিয়ানলুইজি বুফন এবং রোমার পর্তুগিজ কোচ হোসে মরিনহোও এই ম্যাচে উপস্থিত থাকবেন বলে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিশ্চিত করেছেন। পোপ ফ্রান্সিসের প্রতিষ্ঠিত একটি সংস্থা এ নিয়ে তৃতীয়বারের মতো 'ম্যাচ ফর পিস' আয়োজন করতে যাচ্ছে।
উইপ্লেফরপিস প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত ভিডিওটি গতকাল (১০ অক্টোবর) আপলোড করা হয়। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সির প্রতি সম্মান দেখিয়ে এই তারিখে ম্যাচের সংবাদ প্রকাশ করা হয়। উল্লেখ্য যে, ম্যারাডোনার একটি ডাকনাম ছিল 'এল আলটিমো দিয়েজ' বা দ্য লাস্ট টেন।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই ফুটবলার ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
কাতার বিশ্বকাপের মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে রোমের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'ম্যাচ ফর পিস'।