লিটনকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
পরের দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, এদিন আনুষ্ঠানিক অনুশীলন রাখেনি বাংলাদেশ। তবে ছিল ঐচ্ছিক অনুশীলনের সুযোগ। সময় মতো চারজন ক্রিকেটার হাজির হয়ে যান কারেন অ্যাডিরেডের রোল্টন ওভাল গ্রাউন্ডে। আগের দিন অনুশীলনে অনুপস্থিত থাকা লিটন কুমার দাসকে এদিনও মাঠে পাওয়া গেল না।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই ক্রিকেটারকে নিয়ে তাই কৌতুহল বাড়লো। যদিও খোঁজ করতেই জানা গেল, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলানোর জন্যই টানা দ্বিতীয় দিন বিশ্রামে বাংলাদেশ ওপেনার। দলীয় সূত্রটি জানিয়েছে, লিটনকে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
৬ নভেম্বর অ্যাডিলেড ওভালে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে নেটে কিছুটা সময়ের জন্য নিজেকে ঝালিয়ে নেবেন লিটন, এরপর ম্যাচ খেলতে নামবেন। এই মুহূর্তে চলাফেরা বা দৌড়াতে তার কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে সূত্র।
পাকিস্তান ম্যাচকে সামনে রেখে শুক্রবার রোল্টন ওভালে দীর্ঘক্ষণ অনুশীলন করে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান নেটে লম্বা সময় ধরে ব্যাটিং করেন। অন্যরাও ব্যস্ত সময় কাটান অনুশীলনে। তবে ভারতের বিপক্ষে ম্যাচে রান নেওয়ার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় লিটনকে রাখা হয় বিশ্রামে।
বিসিবির প্রধান চিকিৎক দেবাশিষ চৌধুরী জানিয়েছিলেন, লিটনের চোট গুরুতর নয়। তাই চলাফেরায় সমস্য হচ্ছে না তার। তবে শনিবার জানা যাবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা। আজ পর্যবেক্ষণের পর লিটনের খেলার ব্যাপারে নিশ্চিত হয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
খাতা-কলমে বাংলাদেশের সেমি-ফাইনাল খেলার সম্ভাবনা থাকলেও কাজটি অনেক কঠিন। এর জন্য আগে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এরপর অপেক্ষা করতে হবে অন্য ম্যাচের ফলাফলের জন্য। শেষ চারের টিকে পেতে পেতে নিজেদের জয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও ভারতের হারের প্রার্থনায় থাকতে হবে সাকিব আল হাসানের দলকে। এরপরও থাকবে রান রেটের হিসাব।