২০২২ বিশ্বকাপ কাতারকে আয়োজন করতে দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল: সাবেক ফিফা প্রেসিডেন্ট ব্লাটার
ফিফা'র সাবেক প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ কাতারকে আয়োজন করতে দেওয়ার সিদ্ধান্ত 'ভুল' ছিল। খবর বিবিসি'র।
২০১০ সালে কাতারকে যখন এ বছরের ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচন করা হয়, তখন সংস্থাটির প্রেসিডেন্ট ছিলেন ব্লাটার।
সমকামী সম্পর্ক, মানবাধিকার, ও অভিবাসী শ্রমিকদের প্রতি আচরণ ইত্যাদি বিষয়ে সমালোচনার শিকার হয়েছে কাতার।
'কাতার খুব ছোট একটা দেশ। ফুটবল আর বিশ্বকাপ এ খেলার জন্য বেশি বড়,' সুইস একটি সংবাদপত্রকে বলেন সাবেক ফিফা প্রেসিডেন্ট।
৯২ বছরের ইতিহাসে এ প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২২ সালের আসর।
১২ বছর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ১৪-৮ ভোটে বিশ্বকাপ আয়োজনের সুযোগ জিতেছিল কাতার। ব্লাটার জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের জন্য ভোট দিয়েছিলেন।
কাতারের পক্ষে ভোট দেওয়ার জন্য ব্লাটার তৎকালীন উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে দোষারোপ করেছেন।
'খারাপ একটা সিদ্ধান্ত ছিল এটা। আর তখন প্রেসিডেন্ট থাকার কারণে এর দায় আমার ওপরেই বর্তায়,' বলেন ৮৬ বছর বয়সী ব্লাটার।
'প্লাতিনি ও তার (উয়েফা) দলের চার ভোটের কল্যাণে যুক্তরাষ্ট্রের বদলে কাতার চলে গেল বিশ্বকাপ। এটাই সত্য।'
ব্লাটার আরও জানিয়েছেন, কাতার বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নির্মাণ শ্রমিকদের বিষয়ে সমালোচনা শুরুর পর ২০১২ সালে আয়োজক দেশ নির্ধারণের মাপকাঠি ঠিক করে ফিফা।
'এরপর থেকে সামাজিক দিক ও মানবাধিকারের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে,' ব্লাটার বলেন।
১৭ বছর ফিফা'র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেপ ব্লাটার। কিন্তু ২০১৫ সালে প্লাতিনিকে অবৈধভাবে দুই মিলিয়ন সুইস ফ্রাঁ পাঠানোর অভিযোগ উঠলে পদত্যাগ করতে বাধ্য হন ব্লাটার। তখন প্লাতিনিও ফিফায় তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।