কাতার বিশ্বকাপ ২০২২: শেষ মুহূর্তে ফুটবল ভক্তদের কিছু প্রশ্ন!
কাতার বিশ্বকাপ আরম্ভ হতে বাকি আর মাত্র দশদিন। বহু আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো বছরের মাঝামাঝি সময়ের বদলে নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের এই মহারণ। আর এবারই মধ্যপ্রাচ্যের কোনো মুসলিমপ্রধান দেশে প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ।
বিশ্বকাপ মানেই উন্মাদনা, যার ছোঁয়া লেগেছে বিশ্বের আনাচে-কানাচে। চার বছরের অপেক্ষার পর এ আয়োজন নিয়ে ক্রীড়াপ্রেমীদের কৌতূহলেরও শেষ নেই। তাই শেষ মুহূর্তে চলুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক কাতার বিশ্বকাপ ২০২২ আয়োজনের খুঁটিনাটি খবরে!
কাতারে কী এখনও হোটেল রুম সহজলভ্য?
হ্যাঁ, কিন্তু খুব বেশি নয়। ফুটবলের সবচেয়ে বড় আয়োজনকে কেন্দ্র করে এক মিলিয়ন ভক্ত দোহায় থাকবেন বলে ধারণা করা হচ্ছে, এবং প্রতিবেশী দেশগুলোতেও সাময়িক আশ্রয় নেবেন অনেকে। হুট করেই এই বিপুল জনসংখ্যার চাপ সামলানো আয়োজকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। গত মাসে কাতার কর্তৃপক্ষ সাধারণ মানুষের বুক করে রাখা হাজার হাজার হোটেল কক্ষ খালি করতে শুরু করে। অক্টোবরে কাতার সরকারের এক মুখপাত্র জানিয়েছিলেন, টুর্নামেন্ট উপলক্ষে ১৩০,০০০ কক্ষ ভক্তদের জন্য থাকছে এবং ১১৭,০০০ কক্ষ এখন সহজলভ্য।
তবে হোটেল ঘর না পেলেও, সাময়িক তাঁবু টানিয়ে বা ঘর বানিয়েও থাকা যেতে পারে। সেই সাথে দুটি জাহাজে থাকবে ৪০০০ কেবিনের ব্যবস্থা, সেখানেও চাইলে থাকতে পারবেন কাতারে আগত সমর্থকরা।
কাতারে থাকাবস্থায় কী অ্যালকোহল পান করা যাবে?
এর উত্তর হচ্ছে হ্যাঁ, তবে সীমিত পরিমাণে। রক্ষণশীল মুসলিম দেশ হওয়ায় কাতারে অ্যালকোহল পানের বিষয়টিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, ভক্তদের জন্য নির্ধারিত স্থানে গিয়ে অ্যালকোহল পান করা যাবে এবং বিশ্বকাপ চলাকালীন নির্দিষ্ট কিছু স্থানে অ্যালকোহল কেনা-বেচার ব্যবস্থা থাকবে।
কাতারে থাকা কী ব্যয়বহুল?
তার আগে প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে সব জায়গায় সবকিছুই কী ব্যয়বহুল নয়? এই প্রতিবেদন লেখার মুহূর্তে এক মার্কিন ডলার সমান ৩.৬৪ কাতারি রিয়াল। মুদ্রাস্ফীতির কারণে সারা বিশ্বই যেখানে এলোমেলো, সেখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিও স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিগ ম্যাক ইনডেক্স অনুযায়ী, কাতারে একটি বিগ ম্যাকের দাম ৩ দশমিক ৫৭ ডলার, অর্থাৎ ব্রিটেন, যুক্তরাষ্ট্র বা ইউরোপের অন্যান্য অঞ্চল থেকে সস্তা। কাতারের শহরগুলোতে সর্বত্রই মুদ্রা ভাঙিয়ে নেওয়ার এক্সচেঞ্জ শপ রয়েছে, তবে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড ব্যবহার করাই সেখানে সহজ উপায়।
কাতারে কতটা গরম থাকবে? কেমন পোশাক পরা যাবে?
বিশ্বকাপ চলাকালীন কাতারে শীতকাল থাকবে, তাই এ নিয়ে খুব চিন্তা না করলেও চলবে। তবে গ্রীষ্মকালে এ দেশটিতে দিনের বেলা তাপমাত্রা থাকে গড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর নভেম্বরের মাঝামাঝিতে কাতারে দিনেরবেলা তাপমাত্রা থাকবে গড়ে সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর ডিসেম্বরে তাপমাত্রা আরও নিচে নেমে আসে।
তবে পোশাকের ক্ষেত্রে কিছু নিয়ম না মানলেই নয়। জনসম্মুখে নারী-পুরুষ সবারই হাঁটু ঢাকা পোশাক পরতে হবে। শপিং মল, পার্ক, রাস্তায় বা বিভিন্ন অফিসে এই ড্রেস কোড না মেনে গেলে ঢুকতে দেওয়া হবে না। তবে অত্যন্ত বিলাসবহুল হোটেলগুলোতে এ নিয়মের ব্যত্যয় দেখা যায় এবং সেখানে সাঁতারের পোশাক পরে পুলে নামলেও কেউ প্রশ্ন তুলতে পারে না।
এখনও কি কাতারের উদ্দেশ্যে ফ্লাইট বুক করা যাবে?
আপনি যদি এখনো টিকিটের টাকা পরিশোধ করাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা না সেরে থাকেন, তাহলে এই মুহূর্তে আর কাতারের ফ্লাইট বুক করা সম্ভব নয়। দোহা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য বড় শহরগুলোর মধ্যে ফ্লাইট চলাচল করছে ভক্তদের সুবিধার্থে। মাসকাট, রিয়াদ, জেদ্দা ও কুয়েত সিটি মতো প্রধান কেন্দ্রগুলো থেকে প্রায় একশত ফিরতি ফ্লাইট থাকবে।
বেশিরভাগ ফ্লাইট সেবা দেওয়া হবে দুবাই থেকে, যা কাতার থেকে ৫৫ মিনিটের দূরত্বে অবস্থিত। লন্ডন থেকে দোহা পর্যন্ত কাতার এয়ারওয়েজের ওয়ান-ওয়ে ফ্লাইট থাকবে। এই ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকিট মূল্য শুরু ৬৯৯ ডলার থেকে। দুবাই ও দোহার মধ্যে ফিরতি ফ্লাইট থাকবে ২০ নভেম্বর- যেদিন বিশ্বকাপের আসর শুরু হবে।
দোহায় নেমে আপনাকে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মেট্রো সার্ভিস নিতে হবে কিংবা উবারে উঠতে হবে। সম্প্রতি কাতার সরকার কোভিড পরীক্ষার নিয়ম শিথিল করায় এবার কাতার ভ্রমণ সুখকরই হওয়ার কথা ফুটবল ভক্তদের জন্য।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট