‘মেসি যেন আমার সামনে না পড়ে’- মেক্সিকান বক্সারের হুমকি
বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে মেক্সিকোর বিপক্ষে জাদুর বাক্স নিয়ে হাজির হয়েছিলেন লিওনেল মেসি। নিজে এক গোল ও সতীর্থকে দিয়ে আরেক গোল করিয়ে দলের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখেন আর্জেন্টাইন অধিনায়ক। জয় ছিনিয়ে নেওয়ায় মেসির ওপর রাগ হতেই পারে মেক্সিকান ভক্তদের। তবে মেক্সিকোর বক্সার কানসেলো আলভারেস গুরুতর অভিযোগ এনে চটেছেন মেসির ওপর।
পেশাদার এই বক্সার হুমকি দিয়ে বলেছেন, মেসি যেন তার সামনে না পড়েন। আলভারেসের দাবি, মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে ড্রেসিং রুমের ফ্লোর পরিষ্কার করেছেন আর্জেন্টাইন তারকা! এ কারণেই মেসির ওপর ক্ষোভ তার। টুইট করে সেই ক্ষোভের কথা জানিয়েছেন আলভারেস।
মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয়ের পর ড্রেসিংরুমে নেচে-গেয়ে উদযাপন করেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। সেই উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের সরঞ্জামের সঙ্গে মেক্সিকোর একটি জার্সি মেঝেতে পড়ে আছে মেসির সামনে। নিজের বুট খুলতে গিয়ে ওই জার্সিতে সামান্য পা লাগে তার। দেখতে যা অনেকটা 'লাথির মতো' ছিল।
আর্জেন্টিনার উদযাপনের এই মুহূর্ত নিয়েই আলভারেসের আপত্তি। এ নিয়ে মেসির ওপর ক্ষীপ্ত মেক্সিকান এই বক্সার তার টুইটে লিখেছেন, 'তোমরা কী দেখেছো, মেসি আমাদের জার্সি ও পতাকা দিয়ে মেঝে পরিষ্কার করছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মেসি, যেন আমার সামনে না পড়ে।'
সবারই সবার প্রতি সম্মানবোধ থাকা উচিত জানিয়ে আলভারেস আরও লিখেছেন, 'আমি যেমন আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি, তারও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমি পুরো দেশের কথা বলছি না, মেসি যে বাজে কাজটি করেছে সেটার কথা বলছি।'
যদিও আলভারেসের দাবি অনুযায়ী ভিডিওতে এমন কিছু দেখা যায়নি। এ নিয়ে চটেছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড আগুয়েরো। টুইটের জবাবে তিনি লিখেছেন, 'জনাব কানসেলো, কোনো ধরনের অজুহাত বা সমস্যার খোঁজে থাকবেন না। নিশ্চিত যে, ফুটবল বা এই খেলার ড্রেসিং রুমে কী হয় আপনি জানেন না। ঘামের কারণে ম্যাচের পর জার্সিগুলো সবসময় মেঝেতেই রাখা হয়। আর এরপর যদি আপনি লক্ষ্য করে থাকেন, দেখবেন সে বুট খোলার সময় দুর্ঘটনাবশত জার্সিতে পা লেগে যায়।'
আর্জেন্টিনার ড্রেসিং রুমে মেক্সিকোর যে জার্সিটি ছিল, সেটা মেসির। ম্যাচের পরে মেক্সিকোর খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর। তবে কার সঙ্গে জার্সি বদল করেছেন, সেটা জানা যায়নি।